নিজের বাড়িতেই রহস্যমৃত্যু অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের, মিলল সহধর্মিনীর দেহও!

বৃহস্পতিবার নিউ মেক্সিকোতে নিজের বাড়িতেই রহস্যমৃত্যু অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের (Gene Hackman)। বাড়ি থেকে উদ্ধার হল তাঁর স্ত্রী বেটসি আরাকওয়াকের দেহও। যদিও মৃত্যুর কারণ স্পষ্ট নয়। দম্পতির পাশাপাশি মৃত পোষ্যের দেহও উদ্ধার হয়েছে বলে খবর।

১৯৭১ সালের ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ এবং ১৯৯২ সালের ‘আনফরগিভেন’ এর জন্য অ্যাকাডেমি পুরস্কারজয়ী (Academy Awards winner) জিন (Gene Hackman) দু-দশক আগেই অভিনয়ে জীবন থেকে অবসর নিয়ে ধ্রুপদী পিয়ানোবাদক স্ত্রী বেটসি আরাকাওয়ার (৬৩) সাথে থাকতেন। দুটি অস্কার ছাড়াও তিনি দুটি বাফটা এবং চারটি গোল্ডেন গ্লোব (Golden Globe Awards) জিতেছেন। ২০০৪ সালে তিনি অভিনয় থেকে অবসর নেন। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ওয়েলকাম টু মুসপোর্ট’। ৮০টির বেশি সিনেমায় অভিনয়ের পাশাপাশি মঞ্চ এবং টেলিভিশনেও তিনি কাজ করেছেন। চলচ্চিত্রে ক্যারিয়ারের আগে, তিনি ১৯৪৭-৫১ সাল পর্যন্ত চার বছর মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসে দায়িত্ব পালন করেছিলেন। ৯৫ বছর বয়সী অভিনেতা এবং তাঁর স্ত্রীর মৃত্যু স্বাভাবিক কিনা তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।