যাদবপুরে বাম ছাত্র সংগঠনের হামলার মুখে পড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ওয়েবকুপার বৈঠক সেরে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসেই তাঁর গাড়ি আটকে ভাঙচুর চালানো হয়। যখন এই হামলা হয় তখন গাড়ির ভিতরেই ছিলেন মন্ত্রী। তাঁর গাড়ির চাকার হাওয়া খুলে দেন এসএফআই -এর সদস্যরা। গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী। কিন্তু তাঁর সামনেই অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়ার অভিযোগ বামছাত্রদের বিরুদ্ধে। গাড়ির বনেটে উঠে পড়ে বিক্ষোভ দেখায় এসএফআইয়ের বিক্ষোভকারীরা। TMCP-এর ছাত্ররা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গেলে তাঁদের মারধর করেন বাম ছাত্ররা। ধস্তাধস্তিতে শিক্ষামন্ত্রীর ঘড়ির বেল্ট ছিড়ে যায়। সবমিলিয়ে এখনও ধুন্ধুমার পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়ার মাথা ফেটেছে। অধ্যাপক তথা ওয়েবকুপার সদস্য ওমপ্রকাশ মিশ্রকে লাঠি হাতে তাড়া করেন বাম এবং অতি বাম সংগঠনের কয়েক জন পড়ুয়া। এক মহিলা অধ্যাপকের শাড়ি ছেঁড়ার অভিযোগও উঠেছে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে। এদিন বামেদের অসভ্যতার তীব্র নিন্দা করে ব্রাত্য বলেন,”এই গুন্ডামি চলতে পারে না। পড়ুয়াদের চার জন প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারি। কিন্তু সবাই মিলে গুন্ডামি করলে মুশকিল। তবে আমি কোনও প্ররোচনায় পা দেব না। যাঁরা এগুলি করছেন, তাঁদের বিরুদ্ধে উপাচার্য পদক্ষেপ করবেন।” এই ঘটনায় রাম- বাম যোগের দিকেও ইঙ্গিত করেছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, শিক্ষামন্ত্রী এবং তৃণমূল সমর্থক অধ্যাপকরা সংযমের পরিচয় দিয়েছেন। কিন্তু হামলা, বিশৃঙ্খলা করেছেন যাঁরা তাঁদের চিহ্নিত করে গণতান্ত্রিকভাবে যথাযথ জবাব দেওয়া দরকার। অধ্যাপক ডঃ প্রদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে যে অভব্য আচরণ করা হয়েছে তার প্রতিবাদ করে কুণাল বলেন, তৃণমূলের সৌজন্য মানে দুর্বলতা নয়। গায়ে হাত দেবে কেন? বাম আমলে কোনও নেতা- মন্ত্রী বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে দেখা যায়নি। কিন্তু এখানে শিক্ষামন্ত্রী নিজেই যখন কথা বলার আশ্বাস দিয়েছেন তার পর এই অসভ্যতা কিছুতেই বরদাস্ত করা যায় না। শেষ পাওয়া খবর অনুযায়ী শিক্ষামন্ত্রী চলে যাওয়ার পর যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে অবরোধ করেছে SFI। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘শিক্ষাবন্ধু’ অফিসে ভাঙচুর- আগুন লাগানো হয়েছে বলেও খবর।

–

–
–

–

–

–

–

–

–

–