Tuesday, November 11, 2025

টাকী বয়েজ স্কুলের হীরক জয়ন্তী বর্ষ, শোভাযাত্রায় পা মেলালেন দিব্যেন্দু- কুণাল

Date:

শহরের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান টাকী বয়েজ স্কুলের (G.S.M.S Boys Taki House) হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে শনিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বর্তমানদের সঙ্গে পা মেলালেন প্রাক্তনীরাও। সকাল সাড়ে ৯টা নাগাদ স্কুল প্রাঙ্গণ থেকেই এই প্রভাত ফেরী শুরু হয়। সুকিয়া স্ট্রিট মোড়, মানিকতলা, চালতাবাগান, সিটি কলেজ, মির্জাপুর এলাকা ঘুরে টাকী বয়েজ স্কুলেই অনুষ্ঠান শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh),বিশিষ্ট ক্রীড়াবিদ দিব্যেন্দু বড়ুয়া, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী-সহ এলাকার বহু বিশিষ্টরা। যাত্রাপথে বিভিন্ন অঞ্চলে টাকী বয়েজকে স্বাগত জানান নাগরিকরা। সরকারি স্কুলের ঘিরে এই বিপুল উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এদিন হলুদের রংমিলান্তিতে সাজানো শোভাযাত্রায় স্কুলের প্রাক্তনী কুণাল ঘোষ বলেন, শিয়ালদহের ঐতিহ্যবাহী বাংলা মাধ্যম স্কুল টাকী বয়েজের (এখন ইংলিশ মিডিয়াম হয়েছে) ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বছরভর অনুষ্ঠান চলছে। শনিবার ১ মার্চ স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা বসাক মল্লিকের উদ্যোগে সব পড়ুয়া, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, প্রাক্তনীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

কুণাল বলেন, ছয়ের দশকের পাশ করা প্রাক্তনী থেকে সদ্য যারা স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বেরিয়েছেন তাঁরা সকলেই অংশ নিয়েছেন। এটা সত্যিই এক অনন্য অনুভূতি। আগামী ৪ মার্চ হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠানের সমাপ্তি। আত্র আগে এদিন নস্টালজিয়ায় ভাসলেন শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলেই।

Related articles

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version