জন্ম হলে তাঁর মৃত্যুও নিশ্চিত! প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণসভায় জীবনের চরমতম সত্যি এই আপ্তবাক্যটাই বারবার চোখের সামনে ধরা দিয়েছে। শনিবাসরীয় দুপুরে শিশির মঞ্চে কথায়-গানে ভরপুর স্মরণসভায় যেন আবার সশরীরে হাজির হয়েছিলেন চিরকাল বাংলায় গান গেয়ে যাওয়া সেই কিংবদন্তি, প্রতুল মুখোপাধ্যায়।

শনিবার প্রয়াত শিল্পীর স্মরণসভায় উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী তথা শহরের মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, প্রতুল-জায়া সর্বাণী মুখোপাধ্যায়-সহ বিশিষ্টরা। শিল্পীর ছবিতে ফুল-মালা দিয়ে শুরু হয় এদিনের স্মরণসভা। বক্তব্য রাখতে গিয়ে ‘জন্মিলে মরিতে হবে রে জানে তো সবাই…’ গান গেয়ে শোনান সাংসদ দোলা সেন। এদিনের বারবার কিংবদন্তী সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের কাছের মানুষদের স্মৃতিচারণায় বারবার উঠে আসে তাঁর জীবনকাহিনি। ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে শিল্পীর বন্ধুসম সাংবাদিক, সকলেই তাঁর জীবনের নানান খুঁটিনাটি স্মরণীয় ঘটনার গল্প-কাহিনী তুলে ধরেন।

আরও পড়ুন- ভিক্ষা করেই কোটিপটি শ্বশুরবাড়ি! আসল সত্যি জানতে পেরে ‘অবাক’ পাকিস্তানের ডাক্তার নববধু

_
_

_

_

_

_

_

_

_