Monday, November 10, 2025

সোমবার শুরু সল্টলেকের ৩০ কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ

Date:

সল্টলেকের ১৪টি ওয়ার্ডের প্রায় ৩০ কিলোমিটার পথ সংস্কারের কাজ শুরু হচ্ছে। আগামী ৩ মার্চ পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের নয়াপট্টিতে রাস্তা সংস্কার প্রকল্পের কাজ আনুষ্ঠানিক শুরু হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে কবমেশি ৩৭ কোটি টাকা। বিপুল এই অর্থ অনুমোদন দিয়েছে রাজ্য নগরোন্নয়ন ও কেএমডিএ৷

শুক্রবার সল্টলেকের ১৪টি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পর এই সংস্কারের কথা জানান বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। মন্ত্রী বলেন, “দীর্ঘদিন সল্টলেকের রাস্তাঘাট সারাই হচ্ছে না৷ খারাপ অবস্থা৷ তা অস্বীকারের নয়৷ আগামী এক মাসে সেই পথের চেহারার ভোলবদল হতে চলেছে৷ সংযোজিত ২৮, ৩৫, ও ৩৬ সহ সল্টলেকে মোট ১৪টি ওয়ার্ডের বেহাল রাস্তার দ্রুত হাল ফিরবে৷ সেই কাজের জন্য ইতিমধ্যেই ২৫ কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে রাজ্য নগরোন্নয়ন দফতর৷ ইতিমধ্যেই প্রকল্পের দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে৷ আগামী সোমবার থেকে ১৪টি ওয়ার্ডে পথ মেরামতির কাজ শুভারম্ভ হচ্ছে৷

এছাড়াও সল্টলেকের মেইন ভাঙাচোরা পথগুলিরও দ্রুত হাল ফেরানো হচ্ছে৷ সেই প্রকল্পের কাজের জন্য অন্য একটি সরকারি সংস্থা থেকে বিপুল অনুমোদন হয়েছে৷ সল্টলেক শহরের মেইন রাস্তার মেরামতিতে ১২ কোটি টাকা বরাদ্দ করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি (কেএমডিএ৷ বিপুল সেই অর্থের প্রথম ধাপে সাড়ে চার কোটি টাকার দরপত্র ডাকার কাজ শেষ হয়েছে৷ বাকি টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন পুর আধিকারিকেরা৷ মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, এবার রাস্তা মেরামতির কাজে আরও কড়া হচ্ছে পুরসভা৷ সংস্কার হওয়া প্রতিটি রাস্তার মেয়াদ ধরা হয়েছে পাঁচ বছর৷ এই সয়মকালে কোনও রাস্তার হাল খারাপ হলে, ঠিকাদারকে পুনরায় সারাই করে দিতে হবে৷ নিয়ম অমান্য করলে, প্রয়োজনে সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মেয়র৷ রাস্তার পাশাপাশি পুর পরিষেবায় জল, আলো, জঞ্জাল প্রভৃতি ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসবে৷ এদিন সংবাদিক সম্মেলনের আগে পুরসভার রাস্তা নির্মাণের ঠিকাদার সংস্থাগুলিকে নিয়ে একটি বৈঠকও করেন সুজিত বসু৷

আরও পড়ুন- দুরারোগ্য ক্যানসারকেও হার মানিয়ে মঞ্চ মাতালেন পিউ-সৌরিকরা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version