Monday, November 10, 2025

অবসর হতেই এফআইআর! প্রাক্তন সেবি চেয়ারম্যান আদালতের কোপে

Date:

Share post:

অবৈধ আর্থিক লেনদেন প্রতিরোধ আইন নিয়ে একটি বিশেষ আদালত মুম্বইয়ের দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)-কে নয়া নির্দেশ দিয়েছে। বিশেষ বিচারপতি এস ই বঙ্গর, থানের এক সাংবাদিক স্বপন শ্রীবাস্তবের দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রাক্তন সেবি প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন। এই অভিযোগে বলা হয়েছে সেবি আধিকারিকরা বাজারে প্ররোচনা সৃষ্টি করা, কর্পোরেট জালিয়াতিকে প্রশ্রয় দিয়ে  শেয়ার বাজারে বড় ধরনের জালিয়াতিতে জড়িত হয়েছেন, বাজার নিয়ন্ত্রকের নিয়ম ভেঙেছেন।

আদালতের পর্যবেক্ষণ, এই অভিযোগগুলো একটি শাস্তিযোগ্য অপরাধ। যার তদন্ত হওয়া দরকার। আইন প্রয়োগকারী সংস্থা এবং সেবি -এর নিষ্ক্রিয়তা বিচারিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তা সৃষ্টি করেছে, যা ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৬(৩) এর আওতায় পড়ে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে যে,  অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত পরিচালনার জন্য এসিবি-কে এফআইআর নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হোক। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সেবির সদ্য প্রাক্তন চেয়ারম্যান মাধাবী পুরী বুচ, সেবির তিনজন পূর্ণকালীন সদস্য, বোম্বে স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল এবং সিইও সুন্দরারামন রামমূর্তি।

আবেদনে অভিযোগ করা হয়েছিল যে, একটি কোম্পানিকে প্রতারণামূলকভাবে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হয়েছে এবং তাতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্রিয় সহযোগিতা ছিল।শ্রীবাস্তবের দাবি করেন, তিনি ও তার পরিবার ১৩ ডিসেম্বর ১৯৯৪ সালে বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ক্যালস রিফাইনারিজ লিমিটেড (Cals Refineries Ltd)-এর শেয়ারে বিনিয়োগ করেছিলেন এবং এতে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন। তিনি অভিযোগ করেন, সেবি এবং বিএসই সংস্থাটির অপরাধকে উপেক্ষা করেছে, বেআইনিভাবে তালিকাভুক্ত করেছে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আদালত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের প্রসঙ্গ উল্লেখ করে রায়  আদেশ অনুযায়ী, বিশেষ আদালত এই তদন্ত পর্যবেক্ষণ করবে এবং ৩০ দিনের মধ্যে একটি রিপোর্ট তাদের জমা দিতে হবে।

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...