Sunday, November 16, 2025

যাদবপুরের ঘটনার নিন্দায় প্রতিবাদ কর্মসূচি ওয়েবকুপারের, দুপুরে এডুকেশনিস্ট ফোরামের সাংবাদিক সম্মেলন

Date:

তৃণমূলের (TMC) অধ্যাপক সংগঠন ওয়েবকুপারের মিটিং-এ অংশ নিতে গিয়ে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের হামলার মুখে পড়তে হয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu)। তাঁর গাড়ি ভাঙচুর করার পাশাপাশি চাকার হাওয়া খুলে নেওয়ার ঘটনাও ঘটে। এসএফআইয়ের (SFI) গুন্ডাবাহিনীর হাত থেকে বেহাই পাননি অধ্যাপকরাও। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্বরোচিত এই ঘটনার নিন্দা করে আগামী ৪ মার্চ ওয়েবকুপারের (WBCUPA ) তরফে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। এছাড়া রবিবার দুপুরে প্রেস ক্লাবে এডুকেশনিস্ট ফোরামের তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন ওমপ্রকাশ মিশ্র-সহ বিশিষ্ট শিক্ষাবিদরা।

শনিবার বিকেলে শিক্ষামন্ত্রীকে হেনস্থা করার পর রাত সাড়ে নটা নাগাদ তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগের আঙুল এসএফআই-এর দিকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘচেষ্টা পর দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। TMCP- এর তরফ থেকে জানানো হয়েছে, বাম ছাত্র সংগঠনের গুন্ডাবাহিনী তাদের কার্যালয় ভাঙচুর চালাবার পর আগুন লাগিয়ে দেয়। এখানেই শেষ নয়, বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার পর আহতদের দেখতে কেপিসি হাসপাতালে গিয়ে হেনস্থার শিকার হন উপাচার্য ভাস্কর গুপ্ত (Bhaskar Gupta)। শনিবার সন্ধ্যায় তৃণমূলের ধিক্কার মিছিলে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) জানিয়েছিলেন যে, যাদবপুর বিশ্ববিদ্যালয় আজ গণতন্ত্র বলে কিছু নেই। যাঁরা শিক্ষামন্ত্রীর গায়ে হাত দেয় অধ্যাপকদের আক্রমণ করে তাঁরা আসলে গুন্ডা, এরা গণতন্ত্র মানে না। শনিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। শিক্ষামন্ত্রীর উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে খবর।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version