Thursday, August 21, 2025

পানাগড়-মৃত্যুকাণ্ডে নয়া মোড়! বারবার বয়ান বদলে গ্রেফতার সুতন্দ্রার গাড়ির চালক

Date:

যতদিন যাচ্ছে তত নয়া মোড় নিচ্ছে পানাগড়ে (Panagarh) তরুণী মৃত্যুর ঘটনা। প্রথমে যেটিকে শ্লীলতাহানির অভিযোগ বলা হচ্ছিল, সেটাই এখন গাড়ির রেষারেষিতে দুর্ঘটনায় মৃত্যু বলে মনে করা হচ্ছে। আর সেই অভিযোগে এখন গ্রেফতার হলেন মৃতা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (Sutandra Chatterjee) গাড়িচালক রাজদেও শর্মা। সুতন্দ্রার মায়ের অভিযোগে সোমবার রাতে কাঁকসা থানার পুলিশ ভদ্রেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করে। এর আগে অপর গাড়ির চালক বাবলু যাদবকে গ্রেফতার করে পুলিশ (Police)।

২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার, নৃত্যশিল্পী সুতন্দ্রা। সুতন্দ্রার (Sutandra Chatterjee) সহযাত্রীদের অভিযোগ ছিল, একটি সাদা গাড়ি করে কয়েকজন মত্ত যুবক সুতন্দ্রাদের নীল গাড়িটিকে তাড়া করে। বার বার ধাক্কা দেন। তার জেরেই গাড়ি উল্টে মৃত্যু হয় নৃত্যশিল্পীর। কিন্তু পুলিশের কাছে এই বয়ান দেননি তাঁরা। শুধু তাই নয়, সিসিক্যামেরা ফুটেজে দেখা যায়, সাদা গাড়িকেই তীব্র বেগে তাড়া করছিল সুতন্দ্রাদের গাড়ি।

পুলিশ CCTV ফুটেজ প্রকাশ করার পরেই ফের বয়ান বদল করেন সুতন্দ্রার গাড়িচালক রাজদেও। বলেন, ম্যাডামের কথাতেই তীব্র বেগে গাড়ি ছুটিয়েছিলেন তিনি। তার জেরেই দুর্ঘটনা।

প্রথম থেকেই ‘ইভটিজিং’-এর তথ্য খারিজ করে পুলিশ। রেষারেষির কারণেই গাড়ি দুর্ঘটনা বলে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে দাবি করেন পুলিশ সুপার। এর পর আরও ফুটেজ প্রকাশ্যে আনে পুলিশ। তখন রাজদেও দাবি করেন, “সাদা গাড়িটা প্রথমে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। তখন ম্যাডামই বলেছিল ওই গাড়িটার পিছনে ধাওয়া করতে। জাতীয় সড়ক ছেড়ে লোকাল রোডে নেমে যায় ওদের গাড়িটা। ম্যাডামের কথায় আমি লোকাল রোডে গাড়ি নামাই। গাড়ির গতিবেগ প্রায় ১০০ ছিল। আমি সামলেই নিতাম। কিন্তু ওই টয়লেটটায় ধাক্কা লেগে উল্টে গিয়েছিল আমাদের গাড়িটা।“
আরও খবরট্যাংরার ছায়া হালতুতে! একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বার বার বয়ান বদল করায় সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় ১ মার্চ চন্দননগর থানায় অভিযোগ দায়ের করে বলেন, সুতন্দ্রা এবং বাবলুর গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের সকলকেই তদন্তের আওতায় আনা হোক। তাঁর অভিযোগের ভিত্তিতেই ভদ্রেশ্বরের দাস পাড়া থেকে রাজদেওকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনএস-এর ১০৫,১২৫(এ), ২৮১,৩২৪(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version