Monday, November 3, 2025

বিরাট দাপটে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, সেমিফাইনালে অজিদের হারাল ৪ উইকেটে

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারাল ৪ উইকেটে । ব্যাট হাতে দাপট বিরাট কোহলির। ৮৪ রান করেন তিনি। ব্যাট হাতে দাপট শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়ার।

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল মহারণ। সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ফের জ্বলে উঠলেন বিরাট কোহলি। বিরাট দাপটেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া। ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে ২৬৪ রান ক্রে অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে দাপট অধিনায়ক স্টিভ স্মিথ এবং অয়ালেক্স ক্যেরির। ৭৩ রান করেন স্মিথ। ক্যেরি করেন ৬১ রান। ভারতের ফাইনালে পৌঁছাতে প্রয়োজন ২৬৫ রান। বল হাতে তিন উইকেট মহম্মদ শামি।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে দাপট অধিনায়ক স্টিভ স্মিথ এবং অয়ালেক্স ক্যেরির। ৭৩ রান করেন স্মিথ। ক্যেরি করেন ৬১ রান। শামির বলে বোল্ড হন তিনি। ৩৯ রান করেন ট্রাভিস হেড। শূন্যরান করেন কোপার। ২৯ রান করেন লাবুশানে। ১১ রান করেন ইংলিশ। ৭ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের হয়ে তিনটি উইকেট মহম্মদ শামির। দুটি করে উইকেট বরুণ চক্রবর্তী এবং রবিন্দ্র জাদেজার। একটি করে উইকেট হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল ।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় ভারত। সৌজন্যে সেই কোহলি। এক এক করে যখন ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা, শুভমন গিল। ঠিক তখনই জ্বলে উঠলেন বিরাট। রানের পাহাড় এগিয়ে নিয়ে যান তিনি। ম্যাচে জয় পেলেও, এদিন শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র ৮ রানে আউট হন শুভমন গিল। ২৮ রান করে আউট হন রোহিত শর্মা। তবে এদিন রেকর্ড গড়েন রোহিত। ভারতীয় দলের অধিনায়কের ব্যাট থেকে মঙ্গলবার এসেছে একটি ছক্কা। তাতেই একটি বিশ্বরেকর্ড গড়েছেন রোহিত। আইসিসির প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়েছেন ভারত অধিনায়ক । মঙ্গলবার রোহিত আইসিসির প্রতিযোগিতায় নিজের ৬৫তম ছক্কা মারেন। ভেঙে দেন ক্রিস গেইলের বিশ্বরেকর্ড। এদিকে শ্রেয়স আইয়রকে লড়াই চালান বিরাট কোহলি। ভারতকে জয়ের রাস্তায় নিয়ে যান দুই ব্যাটার। ৪৫ রান করেন শ্রেয়স। ২৭ রান করেন অক্ষর প্যাটেল। ৮৪ রান করেন কোহলি। ৪২ রানে অপরাজিত রাহুল। ২৮ রান করেন হার্দিক পান্ডিয়া। অজিদের হয়ে দুটি করে উইকে ইলিস এবং আডাম জাম্পার। একটি করে উইকেট বেন ডরশুস এবং কনোলির।

আরও পড়ুন- ফের ডার্বিতে দাপট মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে হারাল ৩-১ গোলে

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...