উনুনের পাশে গা সেঁকছে চিতাবাঘ! আত্মারাম খাঁচাছাড়া গৃহস্থের

উনুনের পাশে যেতেই ভয়ে তাঁর প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। ঘুম চোখ সজোরে খুলে তিনি দেখেন শুয়ে রয়েছে এক চিতাবাঘ (leopard)

মাসখানেক আগে সুন্দরবনের (Sunderban) মৈপিঠে গৃহস্থের হাঁড়িকুড়ি ফেলে বীরত্ব দেখিয়েছিল এক রয়্যাল বেঙ্গল। আর এবার জলদাপাড়ায় (Jaldapara) বীরত্ব দেখিয়ে বেড়াচ্ছে চিতাবাঘ (leopard)। ঠাঁই নিচ্ছে গৃহস্থের রান্না ঘরের উনুনের পাশে। সেই চিতাবাঘ ধরে রীতিমতো কনভয় করে তাকে আবার জঙ্গলে ছাড়তে হয় বন দফতরকে (forest department)।

আলিপুরদুয়ার (Alipurduar) ও কোচবিহার সীমানায় সুধনের কুঠি গ্রামের এক মহিলা সকালে চায়ের জল বসাতে উনুনের পাশে যেতেই ভয়ে তাঁর প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। ঘুম চোখ সজোরে খুলে তিনি দেখেন শুয়ে রয়েছে এক চিতাবাঘ (leopard)। কিছুদিন আগেই জলদাপাড়া সংলগ্ন শালকুমারের প্রধান পাড়ায় এক গৃহস্থের শৌচাগারে ঢুকে পড়েছিল চিতাবাঘ। আর এবার সোজা রান্নাঘরে।

মহিলার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হওয়ায় আক্রমণ শানাতে ভয় পায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জের (Chilapata range) বনকর্মীরা। জাল নিয়ে সেই চিতাবাঘকে ধরতে প্রায় দুঘণ্টা সময় লাগে বন দফতরের (forest department)। শেষে তাকে ধরে একেবারে ভিআইপি কনভয় (convoy) করে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যপরীক্ষার জন্য। তার সুস্থতা নিশ্চিত করে চিলাপাতা রেঞ্জের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।