Monday, November 10, 2025

কেন্দ্রীয় প্রকল্পেই উৎসাহ নেই ডাবল ইঞ্জিন রাজ্যে, চাঞ্চল্যকর রিপোর্ট শিক্ষা মন্ত্রকের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি কর্মসূচিতে ভরসা হারাচ্ছে অধিকাংশ ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য। সম্প্রতি শিক্ষামন্ত্রকের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিজেপি-রাজ্যগুলি মুখ ফিরিয়ে নিচ্ছে উচ্চশিক্ষায় ঋণ (loan) সংক্রান্ত কেন্দ্রীয় ভর্তুকি (subsidy) প্রকল্পে।

পিএম-ইউএসপি (PMUSP) অর্থাৎ প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রোৎসাহনের অন্তর্গত কেন্দ্রীয় সরকারি কর্মসূচি সিএসআইএস-এর মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় বিশেষ সহযোগিতা করে কেন্দ্র। এই প্রকল্পে আর্থিকভাবে পিছিয়ে পড়ারা সুযোগ পান। সংখ্যালঘু, বিশেষভাবে সক্ষম, তফসিলি জাতি বা উপজাতি, মহিলারা বিশেষ বিশেষ ক্যাটাগরিতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (loan) পান উচ্চশিক্ষার জন্য।

শিক্ষামন্ত্রকের রিপোর্ট, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে ৩ লক্ষ ৫৮ হাজার ৪৭৫টি। কিন্তু এক্ষেত্রে প্রথম তিনে রয়েছে অ-বিজেপি শাসিত রাজ্যগুলি। বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থান নীচের দিকে। শীর্ষে রয়েছে কর্নাটক (Karnataka)। তাদের আবেদন ৬৮ হাজার ৬৫৭টি। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুর (Tamilnadu) আবেদন সংখ্যা ৬৭ হাজার ৪১৯টি। আর তৃতীয় স্থানে থাকা কেরলের (Kerala) আবেদন জমা পড়েছে ৬৪ হাজার ৪৩৪টি।

পক্ষান্তরে বিজেপিশাসিত অসমের (Assam) আবেদন দেড় হাজারেরও কম। ত্রিপুরায় (Tripura) মাত্র ৫৭৬টি আবেদন জমা পড়েছে। আর মোদি-রাজ্য গুজরাতে (Gujarat) আবেদন চার হাজারের কিছু বেশি। হরিয়ানায় সাড়ে তিন হাজারও ছোঁয়নি সংখ্যাটা। অর্থাৎ দেখা যাচ্ছে, সংখ্যার নিরিখে বহু পিছনে পড়ে রয়েছে ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলি। শুধুমাত্র মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ কিছুটা মুখরক্ষা করেছে বিজেপির। মহারাষ্ট্রে ৩৪ হাজার ৩৬৪টি এবং মধ্যপ্রদেশে ১৭ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছে। পশ্চিমবঙ্গে আবেদনের সংখ্যা সংখ্যা ৮ হাজার ৬৮৮টি। তার থেকেও বড় কথা বাংলার মা-মাটি-মানুষের সরকারের নিজস্ব প্রকল্প রয়েছে উচ্চ শিক্ষা খাতে। তারপরও তারা আবেদনে বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে অনেক এগিয়ে।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...