Thursday, December 25, 2025

কেন্দ্রীয় প্রকল্পেই উৎসাহ নেই ডাবল ইঞ্জিন রাজ্যে, চাঞ্চল্যকর রিপোর্ট শিক্ষা মন্ত্রকের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি কর্মসূচিতে ভরসা হারাচ্ছে অধিকাংশ ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য। সম্প্রতি শিক্ষামন্ত্রকের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিজেপি-রাজ্যগুলি মুখ ফিরিয়ে নিচ্ছে উচ্চশিক্ষায় ঋণ (loan) সংক্রান্ত কেন্দ্রীয় ভর্তুকি (subsidy) প্রকল্পে।

পিএম-ইউএসপি (PMUSP) অর্থাৎ প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রোৎসাহনের অন্তর্গত কেন্দ্রীয় সরকারি কর্মসূচি সিএসআইএস-এর মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় বিশেষ সহযোগিতা করে কেন্দ্র। এই প্রকল্পে আর্থিকভাবে পিছিয়ে পড়ারা সুযোগ পান। সংখ্যালঘু, বিশেষভাবে সক্ষম, তফসিলি জাতি বা উপজাতি, মহিলারা বিশেষ বিশেষ ক্যাটাগরিতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (loan) পান উচ্চশিক্ষার জন্য।

শিক্ষামন্ত্রকের রিপোর্ট, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে ৩ লক্ষ ৫৮ হাজার ৪৭৫টি। কিন্তু এক্ষেত্রে প্রথম তিনে রয়েছে অ-বিজেপি শাসিত রাজ্যগুলি। বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থান নীচের দিকে। শীর্ষে রয়েছে কর্নাটক (Karnataka)। তাদের আবেদন ৬৮ হাজার ৬৫৭টি। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুর (Tamilnadu) আবেদন সংখ্যা ৬৭ হাজার ৪১৯টি। আর তৃতীয় স্থানে থাকা কেরলের (Kerala) আবেদন জমা পড়েছে ৬৪ হাজার ৪৩৪টি।

পক্ষান্তরে বিজেপিশাসিত অসমের (Assam) আবেদন দেড় হাজারেরও কম। ত্রিপুরায় (Tripura) মাত্র ৫৭৬টি আবেদন জমা পড়েছে। আর মোদি-রাজ্য গুজরাতে (Gujarat) আবেদন চার হাজারের কিছু বেশি। হরিয়ানায় সাড়ে তিন হাজারও ছোঁয়নি সংখ্যাটা। অর্থাৎ দেখা যাচ্ছে, সংখ্যার নিরিখে বহু পিছনে পড়ে রয়েছে ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলি। শুধুমাত্র মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ কিছুটা মুখরক্ষা করেছে বিজেপির। মহারাষ্ট্রে ৩৪ হাজার ৩৬৪টি এবং মধ্যপ্রদেশে ১৭ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছে। পশ্চিমবঙ্গে আবেদনের সংখ্যা সংখ্যা ৮ হাজার ৬৮৮টি। তার থেকেও বড় কথা বাংলার মা-মাটি-মানুষের সরকারের নিজস্ব প্রকল্প রয়েছে উচ্চ শিক্ষা খাতে। তারপরও তারা আবেদনে বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে অনেক এগিয়ে।

spot_img

Related articles

ক্রিসমাসে রক্তাক্ত ঢাকা, চার্চ টার্গেট করে বিস্ফোরণে মৃত ১

বড়দিনের উৎসব শুরু হবার আগেই বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশের ঢাকা (Blast in Dhaka, Bangladesh)। মগবাজার ফ্লাইওভারে...

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...