Sunday, November 9, 2025

হাই কোর্টে রাজ্যপালের দায়ের করা মামলায় আইনজীবী বদল, মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করবেন কল্যাণ

Date:

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) দায়ের করা মামলায় আইনজীবী বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঞ্জয় বসুর (Sanjay Basu) বদলে মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়ার দায়িত্ব দেওয়া হয়েছে ‘ফক্স অ্যান্ড মণ্ডল’ সলিসিটার সংস্থাকে। সওয়াল করবেন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায় (kalyan Banerjee)। বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে এমনটাই জানিয়েছে ‘ফক্স অ্যান্ড মণ্ডল’। মামলার শুনানির দিন এখনও স্থির হয়নি।

লোকসভা ভোটের সঙ্গেই বাংলায় দু-টি আসন- বরাহনগর এবং ভগবানগোলায় বিধানসভা উপনির্বাচন হয়। জিতেছিলেন তৃণমূল (TMC) প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার। গত বছর জুন মাসে সেই দুজনের শপথ নিয়ে জটিলতা দেখা দিলে আনন্দ বোসের ভূমিকার সমালোচনা করেন মমতা, সায়ন্তিকা, রায়াত ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর পরেই ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজ্যপাল বোস। সেই মামলায় সপ্তাহ দেড়েক আগে রাজ্যপালের তরফে পৃথক একটি হলফনামা দাখিল করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।
আর খবর: যাদবপুরের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে, রাজ্যের উপর আস্থা প্রধান বিচারপতির

মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসাবে হাই কোর্টে নথিভুক্ত সঞ্জয় বসুর নাম ছিল। কিন্তু বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে সলিসিটর সংস্থা ফক্স অ্যান্ড মণ্ডল জানায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মামলায়, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) হয়ে তারা সওয়াল করবে। নথি দিয়ে সলিসিটর সংস্থা আদালতকে বলেছে, তাদের না জানিয়ে আদালত যেন কোনও পদক্ষেপ না করে। মামলার শুনানির দিনক্ষণ পরে জানানো হবে বলে আদালত সূত্রে খবর।

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version