Friday, August 22, 2025

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড

Date:

সবাই ভেবেছিল, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) অন্যতম সেরা ম্যাচ হতে চলেছে লাহৌরের এই সেমিফাইনাল। যে ম্যাচে মুখোমুখি দুরন্ত ফর্মে থাকা দুই দল – নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কার্যত কোনও লড়াই-ই হল না। দক্ষিণ আফ্রিকাকে (South Africa vs New Zealand) একপেশে ম্যাচে ৫০ রানে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। আর সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল যে, রবিবার, ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

সাল ২০০০। নাইরোবিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেই ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন ভারতের অধিনায়ক। ফাইনালে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন বেহালার বাঁহাতি। সৌরভের ১১৭ রানের পাশাপাশি ৬৯ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। ওপেনিং পার্টনারশিপে ১৪১ রান যোগ করার পরেও ভারত মাঠ ছেড়েছিল খালি হাতে। ভারতের ২৬৪/৬ স্কোর ২ বল বাকি থাকতে হাতে ৪ উইকেট রেখে পেরিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। অল্পের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি সৌরভের হাতে ওঠেনি।
২৫ বছর ধরে যে যন্ত্রণা পুষে রেখেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আড়াই দশক আগের সেই শাপমোচন হবে দুবাইয়ে? এখন থেকে প্রার্থনা শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা।

এদিন নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছিল। জোড়া সেঞ্চুরি কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ৩৬২/৬। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড রান।

জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১২/৯ স্কোরে আটকে গেল দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে কার্যত একক লড়াই করলেন ডেভিড মিলার। ৬৭ বলে ১০০ রানে অপরাজিত রইলেন কিলার মিলার। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি করলেন তিনি। তিনি ছাড়া রান পেয়েছেন রাসি ফান দার দাসেন (৬৬ বলে ৬৯)। তেম্বা বাভুমা ৫৬ রান করলেও ৭১ বল খেলে সমালোচনার মুখে।

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version