Wednesday, November 5, 2025

বৃহস্পতিবার শুরু ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮৬ তম বৈঠক

Date:

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮৬ তম বৈঠক শুরু হতে চলেছে বৃহস্পতিবার। বাংলাদেশ থেকে আসা ১১ সদস্যের প্রতিনিধি দলের ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে বসবেন। বৈঠক থেকে গঙ্গা-পদ্মা জল চুক্তির পুনর্নবীকরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে চলা নদীগুলির সমস্যা নিয়ে আলোচনা। দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের পর এই বিষয়টি নিয়ে ছয় সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠিত হতে পারে। সেখানে দুই দেশের প্রতিনিধিরা থাকবেন ৷ এই টেকনিক্যাল কমিটি মূলত আগামী তিনমাসের মধ্যে এই চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে খবর। যৌথ নদী কমিশনের বৈঠকে এই কমিটির বিষয়ে আলোচনা হবে ৷

উল্লেখ্য, ১৯৯৬ সালে এই গঙ্গা জলচুক্তি হয় ভারত ও বাংলাদেশের মধ্যে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবেগৌড়া ৷ পশ্চিমবঙ্গে তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ৩০ বছরের এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ৷ তাই এখন থেকেই এই নিয়ে আলোচনায় আগ্রহী দুই দেশ। বৈঠকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা যেমন থাকবেন, তেমন বেশ কয়েকটি রাজ্যের প্রতিনিধিরাও থাকবেন ৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও ৷ রাজ্য প্রশাসন সূত্রে খবর, এই বৈঠকে রাজ্য প্রশাসনের তরফ থেকে তিনজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন সেচ দফতরের প্রধান সচিব মণীশ জৈন, থাকছেন অপর দুই গুরুত্বপূর্ণ সচিব সঞ্জয় কুণ্ডু ও বিপ্লব মুখোপাধ্যায় । তাদের মাধ্যমেই রাজ্য সরকারের বক্তব্য সরাসরি উপস্থাপিত হবে সেখানে ।

আরও পড়ুন- নয়া দায়িত্বে নয়াগ্রামের বিধায়ক, আদিবাসী পর্ষদের চেয়ারপার্সন হলেন দুলাল মুর্মু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version