Thursday, August 21, 2025

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ, লন্ডনে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী

Date:

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডনে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, ২১ মার্চ দুবাই হয়ে লন্ডনে (London) যাবেন তিনি। ২৯ মার্চ কলকাতায় ফেরার সম্ভাবনা। বিশ্বের অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে ভাষণ দেবেন তিনি। হতে পারে শিল্প বৈঠকও।

২০২০-তে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষ জানায় আপাতত স্থগিত থাকছে ওই অনুষ্ঠান। ২০২১-এ মমতাকে  রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্রের মোদি সরকার। সেই বছর নেপাল সফরেও বাধা দেওয়া হয়। ২০২৩-এ দুবাই ও স্পেন সফরে সবুজ সংকেত দেয় বিদেশমন্ত্রক। লগ্নি টানতে স্পেন ও দুবাইতে যান মুখ্যমন্ত্রী। সেবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ব্যাপক লগ্নি প্রস্তাব আসে।

২০২৩ সালের ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এ (BGBS) এসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাভাইস ভিসি জোনাথন মিশি অক্সফোর্ডে গিয়ে বক্তৃতা দেওয়ার জন্য় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলন। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণও করেন। অক্সফোর্ড ইউনির্ভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন সূত্রে খবর, দেশের খুব কম রাজ্যের প্রধানরাই এই বিশেষ সম্মান পেয়েছেন। তবে গত জুন মাসে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও নানা কারণে তিনি যেতে পারেননি।
আরও খবরপুলিশের উর্দি গায়ে শ্যুটিং সৌরভের, নতুন ইনিংস শুরু

এর আগেও লন্ডন গিয়েছেন মমতা। ২০১৫ সালের সেই সফতে বাকিংহাম প্যালেসে গিয়েছিলেন তিনি। সূত্রের খবর, এবার অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার পাশাপাশি, লন্ডন সফরে শিল্প বৈঠক করার কথাও রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। সফর সেরে ২৯ তারিখে কলকাতা ফিরবেন তিনি।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version