Sunday, November 2, 2025

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ, লন্ডনে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী

Date:

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডনে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, ২১ মার্চ দুবাই হয়ে লন্ডনে (London) যাবেন তিনি। ২৯ মার্চ কলকাতায় ফেরার সম্ভাবনা। বিশ্বের অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে ভাষণ দেবেন তিনি। হতে পারে শিল্প বৈঠকও।

২০২০-তে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষ জানায় আপাতত স্থগিত থাকছে ওই অনুষ্ঠান। ২০২১-এ মমতাকে  রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্রের মোদি সরকার। সেই বছর নেপাল সফরেও বাধা দেওয়া হয়। ২০২৩-এ দুবাই ও স্পেন সফরে সবুজ সংকেত দেয় বিদেশমন্ত্রক। লগ্নি টানতে স্পেন ও দুবাইতে যান মুখ্যমন্ত্রী। সেবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ব্যাপক লগ্নি প্রস্তাব আসে।

২০২৩ সালের ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এ (BGBS) এসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাভাইস ভিসি জোনাথন মিশি অক্সফোর্ডে গিয়ে বক্তৃতা দেওয়ার জন্য় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলন। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণও করেন। অক্সফোর্ড ইউনির্ভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন সূত্রে খবর, দেশের খুব কম রাজ্যের প্রধানরাই এই বিশেষ সম্মান পেয়েছেন। তবে গত জুন মাসে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও নানা কারণে তিনি যেতে পারেননি।
আরও খবরপুলিশের উর্দি গায়ে শ্যুটিং সৌরভের, নতুন ইনিংস শুরু

এর আগেও লন্ডন গিয়েছেন মমতা। ২০১৫ সালের সেই সফতে বাকিংহাম প্যালেসে গিয়েছিলেন তিনি। সূত্রের খবর, এবার অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার পাশাপাশি, লন্ডন সফরে শিল্প বৈঠক করার কথাও রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। সফর সেরে ২৯ তারিখে কলকাতা ফিরবেন তিনি।

Related articles

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...
Exit mobile version