Monday, November 3, 2025

উচ্চমাধ্যমিকে তল্লাশি করতেই শিক্ষকদের মার! মালদহের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা

Date:

পরীক্ষাকেন্দ্রে নিজেদের ছাত্রসম পরীক্ষার্থীদের তল্লাশি করতে গিয়ে মার খেতে হবে এমনটা ভাবেননি মালদহের (Maldah) বৈষ্ণবনগরের শিক্ষকরা। সংসদের নিয়ম মেনে শেষমেশ পরীক্ষার্থীদের রোশের মুখে পড়ে হাসপাতালে চামাগ্রাম হাইস্কুলের ছয় শিক্ষক। ঘটনা দুর্ভাগ্যজনক উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির পথে যাবে সংসদ, জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। যদিও পরিস্থিতি স্বাভাবিক করে ওই স্কুলে দ্বিতীয় দিনের উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয় বুধবার।

রাজ্যে মোট ২০৮৯ কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। সোমবার বাংলা পরীক্ষায় কোনও বেনিয়মের ছবি দেখা যায়নি। এক দিকে কড়া নিরাপত্তা ও অন্যদিকে স্কুলগুলিতে শিক্ষকদের নজরদারির মধ্যেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রথমদিনের পরীক্ষা। বুধবার ইংরাজি পরীক্ষা শুরুর আগে মালদহের বৈষ্ণবনগরের (Baishnabnaagr) চামাগ্রাম হাইস্কুলে সংসদের নিয়ম মেনে পরীক্ষার্থীদের পরীক্ষা করছিলেন শিক্ষকরা। মোবাইল (mobile) বা কোনও ধরনের ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে কোনওভাবেই ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা। তাদের সেই নিয়ম পালন করাতে গিয়েই হেনস্থা এমনকি মার খেতে হল শিক্ষকদের।

আচমকাই শিক্ষকদের উপর চড়াও হয় কিছু ছাত্র। মারধর করার পাশাপাশি হুমকিও দেওয়ার অভিযোগ। দ্রুত স্কুলের নিরাপত্তায় নিযুক্ত পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা স্কুলে ঢুকে পরিস্থিতি সামলান। পরীক্ষা শুরু ও শেষ হয় নির্বিঘ্নে। তবে স্কুলে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা। অন্যদিকে আক্রান্ত ছয় শিক্ষককে হাসপাতালে ভর্তি করানো হয়।

এই ঘটনায় ক্ষুব্ধ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary)। রাজ্যের ২০৮৮ টি কেন্দ্রে যে ধরনের বেনিয়ম বা হামলা হয়নি, তার নজির মালদহের (Maldah) এই স্কুলে থাকায় জিরো টলারেন্সের (zero tolerance) বার্তা দিয়েছেন সংসদ সভাপতি। চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরকম ঘটনা কোনওভাবেই কাম্য নয়। এই ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর। আমরা জিরো টলারেন্স (zero tolerance) রাখি। আমরা মোবাইল বা চিট-এর ব্যাপারে কড়া পদক্ষেপ নিয়ে থাকি।

তবে যাতে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস আর কোনও স্কুলে পরীক্ষার্থীরা না দেখাতে পারে তা নিয়ে সংসদ সভাপতি স্পষ্ট জানান, তল্লাশি সব জায়গাতেই হচ্ছে। ২০৮৯ ভেন্যুতে (venue) হচ্ছে। এই ঘটনা বাংলা পরীক্ষাতে কোথাও হয়নি। ২০৮৮ ভেন্যুতে কোথাও ইংরাজিতেও (English) হয়নি, কোনও সমস্যা হয়নি। শুধুমাত্র একটি ভেন্যুতে হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা একান্তই কাক্ষিত নয়। আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব। যাতে এই জাতীয় ঘটনা আর কোথাও না হয়।

Related articles

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...
Exit mobile version