Saturday, May 3, 2025

চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) শেষ ষোলোর লড়াইতে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid) বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ঘরের মাঠে প্রথম পর্বের সেই লড়াইতে জয়ী হল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, পিএসভি আইন্দোভেনকে আবার ৭ গোলে হারিয়ে প্রথম পর্বেই কোয়ার্টার ফাইনাল প্রায় চূড়ান্ত করে ফেলল আর্সেনাল। জয় পেয়েছে অ্যাস্টন ভিলাও।এদিন খেলার ৪ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। তবে প্রথমার্ধেই সমতা ফেরান অ্যাটলেটিকো জুলিয়ান আলভারেজ। অন্যদিকে, দ্বিতীয়ার্ধে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাহিম দিয়াজ। এদিকে ম্যাচের পর দিয়াজ জানিয়েছেন,দারুণ একটা ম্যাচ খেললাম আমরা। আমার গোলটাও বেশ ভালো হয়েছে। যা দলকে জয় এনে দিতে সাহায্য করেছে।তবে এখনও কাজ শেষ হয়নি। সেকেন্ড লেগের খেলাতেও নিজেদের সেরাটাই তুলে ধরতে হবে।

গত ২০১৪ এবং ২০১৬ সালে এই রিয়ালের কাছেই ফাইনালে পরাজিত হয় অ্যাটলেটিকো। এই ম্যাচে আবার নির্বাসিত ছিলেন জুড বেলিংহ্যাম। উল্টে ফেদেরিকো ভালভার্দেকে খেলাতে হয়েছে রাইট-ব্যাকে। এমনিতেই লা লিগাতে রিয়াল বেটিসের কাছে পরাজয়ের পর একটু চাপেই ছিল রিয়াল।তবে মাদ্রিদ ডার্বি জেতায় খুশি সমর্থকরাও। এই প্রসঙ্গে কোচ কার্লো আনসেলোত্তি জানিয়েছেন, দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি এবং পরিশ্রম করেছি। অন্যদিকে, ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ড ১-১ গোলে ড্র করেছে লিল-এর বিরুদ্ধে।সবমিলিয়ে, জমে উঠেছে বিশ্ব ফুটবলের লড়াইও। আর সেইসঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে চলছে জোর জল্পনা।

রিয়াল মাদ্রিদ, যাদের ‘লস ব্লাঙ্কোস’ বলা হয়, স্পেনের সবচেয়ে জনপ্রিয় এবং সফল ক্লাব। ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তাদের ঝুলিতে রয়েছে, যা তাদের ইউরোপের অন্যতম সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের শক্তিশালী প্রতিরক্ষা এবং লড়াকু মনোভাবের জন্য পরিচিত। এই দুই দলের মধ্যকার মাদ্রিদ ডার্বি স্পেনের দ্বিতীয় সবচেয়ে বিখ্যাত ডার্বি হিসেবে বিবেচিত হয়, যার প্রথম স্থানে রয়েছে ‘এল ক্লাসিকো’—রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা।

 

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version