Tuesday, November 4, 2025

সেবশ্রয়ে ডায়মন্ড হারবারের ‘ঘরের ছেলে’ অভিষেক, মহেশতলায় আপ্লুত ৮ থেকে ৮০

Date:

চিকিৎসা পরিষেবাকে নিজের লোকসভা কেন্দ্রের মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার জুড়ে চলা এই স্বাস্থ্য শিবিরগুলিতে নিজে পরিদর্শন করছেন অভিষেক। সেবাশ্রয়-এর বাইরে চিকিৎসার প্রয়োজন হলে, সেই ব্যবস্থাও করছেন তিনি। বুধবার ,সকালে চক চাঁন্দুল রথতলা ও বাটা নিউল্যান্ড মাঠের সেবাশ্রয় শিবির পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। কথা বলেন উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। অভিষেককে কাছে পেয়ে আপ্লুত সবাই।

২৭ ফেব্রুয়ারি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের (TMC) মেগা সভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানান, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের মানুষ তাঁকে ৭ লক্ষের বেশি ভোটে জেতার পর তিনি তিন মাস ঘুমোতে পারেননি এটা ভেবে যে এর প্রতিদানে তিনি কী করতে পারেন! এর পরেই সেবাশ্রয়-এর পরিকল্পনা করেন তিনি। সাফল্যের সঙ্গে চলছে এই স্বাস্থ্য শিবির। মাঝে মধ্যেই সেই স্বাস্থ্য শিবির কাজ খতিয়ে দেখছেন স্বয়ং সাংসদ। রোগীদের স্বার্থে করছেন জরুরি পদক্ষেপ।

অভিষেককে (Abhishek Banerjee) হাতের নাগালে পেয়ে নানা কথা জানাচ্ছেন স্থানীয়রা। তিনি এখন ডায়মন্ড হারবারের ঘরের ছেলে। এদিন মহেশতলায় পৌঁছনো মাত্রই সাংসদ অভিষেককে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তিনিও স্বমহিমায় মিশে যান সাধারণ মানুষের ভিড়ে। খোঁজ নেন তাঁদের স্বাস্থ্যের, সুবিধা-অসুবিধার।

মহেশতলায় সেবাশ্রয়ের শিবিরে অভিষেককে দেখতে জনতার ঢল নামে। সাংসদকে কাছে পেয়ে আবেগাপ্লুত আট থেকে আশি। সেবাশ্রয় শিবিরে তাঁকে ঘিরে জনতার উন্মাদনা ছিল নজরকাড়া। নিজেদের সুবিধা-অসুবিধার কথাও তাঁরা ভাগ করে নেন অভিষেকের সঙ্গে। 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version