Friday, December 5, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা স্টিভেন স্মিথের

Date:

Share post:

মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) মেগা ফাইনালে প্রবেশ করেছে টিম ইন্ডিয়া। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতীয় দলের পারফরমেন্স ছিল চমকপ্রদ। অজিদের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে তিনটি ম্যাচ খেলেছিল। যেখানে বাকি দলকে দুরমুশ করেছিল ভারতীয় দল। তবে, গতকাল অজিদের বিরুদ্ধে ভারতকে জিততে কঠিন পরিশ্রম করতে হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ক্যাঙ্গারু বাহিনী। প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের বিরুদ্ধে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া দল। অজিদের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন স্টিভেন স্মিথ (Steven Smith)। আলেক্স ক্যারি ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। যদিও ভারতীয় দল এই রান সহজেই তাড়া করে ফেলেছিল। ভারতীয় দলের হয়ে ৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন বিরাট কোহলি (Virat Kohli)। পাশাপশি, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ৪৫ এবং কেএল রাহুলের ৪২ রানের দৌলতে ভারত ৫ উইকেটে এই ম্যাচ জয়লাভ করে।

ভারতের জয়ের সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) যাত্রা এখানেই শেষ হয়েছে। কিংবদন্তি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ (Steve Smith) হঠাৎ করে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) টুর্নামেন্ট থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের সঙ্গে সঙ্গে  নিজের অবসরের বড় সিদ্ধান্ত নিলেন স্মিথ। বিশ্ব ক্রিকেটের অন্যতম নামী ব্যাটার স্মিথ। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) পরিবর্তে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল স্মিথকে। তার নেতৃত্বে অজি দল ২০০৯ সালের পর একটি ম্যাচ জিতেছে। ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান তার শেষ ওডিআই ম্যাচটি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে খেলে ফেলেছেন।

অবসর নেওয়ার পর স্মিথ জানিয়েছেন, এটি একটি অসাধারণ যাত্রা ছিল এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক অসাধারণ মুহূর্ত এবং স্মৃতি জড়িয়ে আছে। দুবার বিশ্বকাপ জিতেছি, তাছাড়া ২০২৭ সালে ওয়ার্ল্ড কাপ রয়েছে তাই এটাই প্রস্তুতি নেওয়ার সঠিক সময়। আমি মনে করি এটাই সরে আসার সঠিক সময়। টেস্ট ক্রিকেট এখনও অগ্রাধিকার এবং আমি সত্যিই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এরপর শীতকালে ওয়েস্ট ইন্ডিজ এবং ঘরের মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। আমি এগুলির জন্য উদগ্রীব হয়ে আছি।

 ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লেগ-স্পিনিং অলরাউন্ডার হিসেবে স্মিথের ওয়ানডে অভিষেক হয়েছিল। ১৭০টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচে ৪৩.২৮ গড়ে ১২টি শতরান এবং ৩৫টি অর্ধ-শতরান সহ ৫৮০০ রান করেছেন স্মিথ। ২০১৫ সালে এবং ২০২৩ সালে দুবার ওডিআই বিশ্বকাপ জিতেছেন স্মিথ।

 

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...