Friday, December 19, 2025

রোগী কোমায়, ICU থেকে বেরিয়ে মধ্যপ্রদেশের হাসপাতালের পর্দাফাঁস যুবকের!

Date:

Share post:

আইসিইউ-তে (ICU) ভর্তি রোগীকে কোমায় (coma) আচ্ছন্ন বলে পরিবারের থেকে বিপুল টাকা শোষণের অভিযোগ ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhyapradesh)। সেই রোগীই আইসিইউ থেকে বেরিয়ে এসে প্রমাণ করে দিলেন তিনি সম্পূর্ণ সজ্ঞানেই রয়েছেন। পরে সরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও স্বীকার করে নেয় বেসরকারি হাসপাতালের মিথ্যাচারিতা। তবে নিজেকে সজ্ঞানে থাকার প্রমাণ দিতে যুবক ও তার পরিবারকে রীতিমত হাসপাতালে রঙ্গমঞ্চ তৈরি করতে হয়, যে ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) হয় সোশ্যাল মিডিয়ায়।

মধ্যপ্রদেশের রতলামের (Rathlam) মোতিনগরের বাসিন্দা বান্টি মারামারিতে আহত হন। তাকে রতলামের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে তাকে ইন্দোরে (Indore) রেফার করা হয়। পরিবার ইন্দোর পর্যন্ত না নিয়ে গিয়ে রতলামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছাতেই চিকিৎসক জানান, বান্টি কোমায় চলে গিয়েছে। তাকে আইসিইউ-তে (ICU) স্থানান্তরিত করা হয়েছে।

এরপরই পরিবারের কাছে ২ লক্ষ টাকা দাবি করে বেসরকারি হাসপাতাল। বান্টির স্ত্রীয়ের কাছে ৪০ হাজার টাকা ছিল। সেই টাকা সে হাসপাতালে জমাও দেয়। কিন্তু তাকে আইসিইউ-তে বান্টিকে দেখতে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই সন্দেহ জাগে তার মনে। কোনও মতে আইসিইউ-তে (ICU) ঢুকে স্ত্রী দেখে বান্টিকে কয়েকজন কর্মী বেঁধে রেখেছে। স্ত্রীর সাহায্যে অপারেশনের কাঁচি (scissor) দিয়ে ভয় দেখিয়ে কোনওমতে বেরিয়ে আসে বান্টি ও তার স্ত্রী।

এরপরই হাসপাতালের বাইরে হুলুস্থুলু পরিবেশ তৈরি হয়। উপস্থিত ব্যক্তিরা দেখেন ক্যাথিডার পরা, নাকে শ্বাস রাইল্স টিউব ঢোকানো অর্ধনগ্ন এক যুবক ছুটে আসে হাসপাতালের বাইরে। সে চিৎকার করে বলতে থাকে কীভাবে তাকে জোর করে বেঁধে রেখে কোমায় (coma) আচ্ছন্ন বলে দাবি করা হয়। এই ঘটনায় কোনও পদক্ষেপ নেয়নি মধ্যপ্রদেশ (Madhyapradesh) প্রশাসন। তবে মেডিক্যাল কলেজে বান্টিকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে সে কোমায় আচ্ছন্ন নয়।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...