Wednesday, November 5, 2025

আরজি করে বিনা চিকিৎসায় রোগী, প্রতিবাদ করে জুনিয়র ডাক্তারদের হেনস্থার শিকার চিকিৎসক

Date:

Share post:

টানা তিন ঘণ্টা রোগীকে বিনা চিকিৎসায় কাতরাতে হয়েছে। কর্তব্যরত চিকিৎসক(doctor) ফিরেও তাকাননি। তিনি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। সেই ঘটনার প্রতিবাদ করেন আর এক চিকিৎসক তাপস প্রামানিক। যার জেরে তাকে হেনস্থা হতে হয় বলে অভিযোগ। শুধুমাত্র তাই নয়, কীভাবে গোটা ঘটনা সংবাদমাধ্যম জানল, সেই প্রশ্ন তুলে প্রতিবাদী চিকিৎসকের উপরে চড়াও হওয়ার অভিযোগ, হাসপাতালেরই জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশের বিরুদ্ধে।আর জুনিয়র চিকিৎসকদের যুক্তি, তেমন কিছুই ঘটেনি!ইচ্ছাকৃতভাবে বিষয়টি বড় করে দেখানো হচ্ছে!

যদিও প্রতিবাদী ওই চিকিৎসক দাবি করেছেন, বুধবার বিকেলের দিকে এক রোগীকে জরুরি বিভাগে তিনি কাতরাতে দেখেন। সেই রোগীর কাগজ নির্দিষ্ট বিভাগে পাঠানো হয়। কিন্তু আইনি কারণ দেখিয়ে সেই কাগজ বেমালুম ফিরিয়ে দেন কর্তব্যরত নার্স!এই পরিস্থিতিতে রোগীর(pstient) চিকিৎসায় দেরি হওয়ার এই প্রশ্নে সরব হন তাপস। যদিও ততক্ষণে কেটে গিয়েছে প্রায় ৩ ঘণ্টা! একই প্রশ্ন তোলে রোগীর পরিবার। ওই চিকিৎসক জানিয়েছেন, এই ঘটনার পর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তার বসার ঘরে একদল জুনিয়র চিকিৎসক এবং কয়েকজন নার্স আসেন।কেন তিনি ওই রোগীর কার্ডে সত্যি লিখেছেন, তা নিয়ে তারা প্রশ্ন করতে থাকেন।তিনি আরও জানিয়েছেন, আমাকে ঘিরে ধরে তারা চিৎকার করতে শুরু করেন। আমি বাধ্য হয়ে ট্রমা কেয়ার বিল্ডিংয়ে আমার ঘরের বাইরে বেরিয়ে আসি। ওরা সেখানেও চড়াও হয়। তাদের প্রশ্ন ছিল,  কেন আমি রোগীর জন্য নির্দিষ্ট ইমারজেন্সি টিকিট বদল করছি না। কিন্তু রোগীর চিকিৎসায় যে গড়িমসি ছিল, সেটা তে সত্যি। তাই আমি টিকিট বদল করতে রাজি হইনি। পুরো ঘটনার কথা তিনি রাতেই সুপারকে জানান। সিআরপিএফ, পুলিশ সাহায্য করে। তাকে অতিরিক্ত নিরাপত্তা নিতে হয়।

চিকিৎসকের অভিযোগ, বৃহস্পতিবার সুপারের ঘরে রীতিমতো অশ্রাব্য ভাষায় কথা বলা হয়। নানা প্রশ্ন করা হয়। কেন এই খবর সংবাদমাধ্যম পেল, সেটাও জিজ্ঞাসা করা হয়। আমাকে সন্ধ্যায় হেনস্তার পরে ফের তাদের মুখোমুখি হতে হয়। তিনি বলেন, একটা বড় অংশের জুনিয়র চিকিৎসক এই হাসপাতালে এসব করছেন। কর্তৃপক্ষকে বলেছি ব্যবস্থা নিতে। এভাবে ডিউটি করা সম্ভব না। আমি আজ থেকেই ছুটিতে যাচ্ছি! যদিও এই বিষয়ে আরজি করের আন্দোলনরত চিকিৎসকরা কিছু বলতে রাজি হননি।

spot_img

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...