জল্পনার অবসান, এই শহরে বসতে চলেছে সুপার কাপের আসর

এবারের সুপার কাপে ১৬টি দলকে নিয়ে শুরু থেকে নকআউট খেলা হবে। আইএসএলের প্রতিটি দল প্রতিযোগিতায় খেলবে এই টুর্নামেন্টে।

অবশেষে জল্পনার অবসান। ২০২৫ সুপার কাপের আসর বসতে চলেছে ভুবনেশ্বরে। এমনটাই জানিয়ে দেওয়া হল সর্বভারতীয় ফুটবল সংস্থা। গতবছরও ভুবনেশ্বরে বসেছিল এই টুর্নামেন্টের আসর। ২১ এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপ।

এবারের সুপার কাপে ১৬টি দলকে নিয়ে শুরু থেকে নকআউট খেলা হবে। আইএসএলের প্রতিটি দল প্রতিযোগিতায় খেলবে এই টুর্নামেন্টে। আইলিগের খেলবে তিনটি দল। তবে গতবারেরব থেকে বদলেছে ফর্ম্যাট। গতবার প্রথমে গ্রুপ, পরে নকআউট পর্ব চালু হয়েছিল। এ বার ১৬টি দলকে নিয়ে শুরু থেকে নকআউট খেলা হবে।

এরপাশাপাশি জানান হয়েছে, এই টুর্নামেন্টে যারা জিতবে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করবে। হেরে গেলে খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগে। গত বছর সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল এফসি।

আরও পড়ুন- রোহিতের ব্যাটিং-এ খুশি নন গাভাস্কর, ফাইনালের আগে দিলেন বিশেষ পরামর্শ