Thursday, August 21, 2025

শততম ফুটবল বিশ্বকাপে বিশেষ উদ্যোগ ফিফার, অংশগ্রহণের ৬৪ টি দেশ !

Date:

২০৩০ সালে ফুটবল বিশ্বকাপের হতে চলেছে শততম বছর। আর তার জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। জানা যাচ্ছে, ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল অংশগ্রহণ করা প্রস্তাব আনা হচ্ছে। পাশাপাশি ছটি দেশ জুড়ে হওয়ার কথা বিশ্বকাপ। ১৯৩০ সালে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপ । ২০৩০ সালে সেই প্রতিযোগিতার ১০০ বছর পূর্ণ হবে । আর সেই কারণে ওই বছরের বিশ্বকাপ বিশেষ ভাবে উদ্‌যাপন করতে চাইছে ফিফা।

এই নিয়ে ফিফার এক কর্তা বলেন, “বিশ্বকাপের ১০০তম বছরে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫ মার্চ যে বৈঠক হয়েছিল, সেখানে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও এটা হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।” সূত্রের খবর, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর এই প্রস্তাব পছন্দ হয়েছে । সাধারণত ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয় ৩২টি দেশকে নিয়ে। যদিও ২০২৬ সালে সেই বিশ্বকাপ হবে ৪৮টি দেশকে নিয়ে। আয়োজক আমেরিকা, মেক্সিকো এবং কানাডা।

এদিকে ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। সেই সঙ্গে আর্জেন্তিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ হবে। ১৯৩০ সালে বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। ফাইনালে খেলেছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনা। প্যারাগুয়েও খেলেছিল প্রথম বিশ্বকাপে। এই তিনটি দেশে একটি করে ম্যাচ হবে ২০৩০ সালের বিশ্বকাপে।

আরও পড়ুন- জাতীয় দলে ফিরতে মরিয়া পুজারা, খেলতে চান ইংল্যান্ড সিরিজে

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version