Wednesday, November 5, 2025

উচ্চ মাধ্যমিকের ভুয়ো প্রশ্নফাঁসের দাবি: পুলিশের দ্বারস্থ সংসদ

Date:

উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্ন ফাঁসের (question leak) ভুয়া ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে এক ফেসবুক অ্যাকাউন্ট (Facebook account) হোল্ডারের বিরুদ্ধে সাইবার শাখায় অভিযোগ দায়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। অভিযোগ প্রশ্ন ফাঁসের টোপ দিয়ে পয়সা রোজগারের জালিয়াতি চালাচ্ছিল ওই অ্যাকাউন্ট হোল্ডার। সেই সঙ্গে প্রশ্নফাঁসের সব অভিযোগই মিথ্যা বলে স্পষ্ট দাবি করা হয়েছে সংসদ (West Bengal Council for Higher Secondary Education)।

সংসদের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, অনুভব মাইতি নামে এক ফেসবুক অ্যাকাউন্ট (Facebook account) হোল্ডার উচ্চ মাধ্যমিকের বাংলা ও ইংরেজি পরীক্ষার দিন নিজের ফেসবুক প্রোফাইল থেকে দাবি করেছিলেন এই দুই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস (Question leak) হয়েছে। সেইসঙ্গে দুই পরীক্ষার প্রশ্নের স্ক্রিনশট দেওয়া হয়। সংসদের দাবি, আদতে সেই স্ক্রিনশট উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) আসল পরীক্ষার প্রশ্নপত্রেরই নয়।

এরপর পদার্থবিদ্যা পরীক্ষার আগে দাবি করা হয়, উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) পদার্থবিদ্যার প্রশ্নপত্র ফাঁস (question leak) হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকার বিনিময়ে এই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, বলে দাবি করা হয় অনুভব মাইতির অ্যাকাউন্ট থেকে। সংসদের দাবি পদার্থবিদ্যার কোন প্রশ্নপত্রই ফাঁস হয়নি। বরং ৭ মার্চ পদার্থবিদ্যার পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রশ্নপত্র ফাঁসের (question leak) ভুয়ো দাবি ও টাকার বিনিময়ে প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগ দায়ের হয়েছে অনুভব মাইতি নামের অ্যাকাউন্টের বিরুদ্ধে। বিধান নগর সাইবার ক্রাইম শাখায় এই অভিযোগ দায়ের করেন সংসদের সম্পাদক প্রিয়দর্শনী মল্লিক।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version