হাওড়ার ইছাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, যাত্রীবোঝাই টোটোকে ধাক্কা বাসের! তারপর…

প্রতীকী ছবি

শুক্রবারের সকালে হাওড়ার ইছাপুরে (Ichhapur , Howrah) যাত্রীবোঝাই টোটোকে ধাক্কা মেরে উল্টে দিল বাস। স্থানীয় সূত্রে জানা গেছে সকাল ন’টা নাগাদ বাঁকড়া থেকে ধর্মতলা রুটের একটি বাস অত্যন্ত বেপরোয়া গতিতে যাচ্ছিল। আরেকটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে পাশে যাত্রীবোঝাই টোটোকে ধাক্কা মারে বাস। চোখের সামনে টোটো উল্টে গেলে সেই অবস্থাতেই বাস এগিয়ে যেতে থাকে। ভয়াবহ এই দুর্ঘটনার কথা মনে করে এখনও শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা।

ব্যস্ত রাস্তায় বেলাগাম বাসে হুড়োহুড়ির জেরে বড় দুর্ঘটনা। জানা গেছে টোটোতে ধাক্কা মারার পর চলন্ত বাস থেকে লাফ দিয়ে চম্পট দেন চালক। ফলে উল্টে যাওয়া টোটোকে বেশ কিছুটা পথ টেনে নিয়ে যায় চালকহীন বাস। এরপর রাস্তার ধারের এক ডিভাইডারে ধাক্কা খায় টোটোসমেত বাস। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। টোটোতে থাকা চালক এবং যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটিকে আটক করেছে পুলিশ, অভিযুক্ত চালকের খোজ চলছে।