Wednesday, August 20, 2025

পণবন্দি ১০ ভারতীয় শ্রমিককে প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্ক থেকে উদ্ধার ইজরায়েল সেনার

Date:

কেড়ে নেওয়া হয়েছিল এই ভারতীয়দের পাসপোর্ট (Passport)। একমাসেরও বেশি সময় ধরে পণবন্দি করে রেখেছিল প্যালেস্তাইন (Palestine)। অবশেষে সেই ১০ ভারতীয় শ্রমিককে (Indian workers) প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্ক থেকে উদ্ধার করল ইজরায়েল। সেখানে অবস্থিতি ভারতীয় দূতাবাসের তরফে নিশ্চিত করা হয়েছে এমনই তথ্য। জানা গিয়েছে, জেরুজালেমের কাছে ওয়েস্ট ব্যাঙ্কের গ্রামে কাজের টোপ দিয়ে ওই শ্রমিকদের নিয়ে যাওয়া হয়। কাজের মিথ্যে প্রতিশ্রুতি দেয় প্যালেস্তাইন। ইজরায়েলে নির্মাণ শ্রমিক হিসেবেই কাজের খোঁজে এসেছিলেন তারা। ইজরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধের মাঝেই লোভ দেখিয়ে তাদের নিয়ে গিয়ে পণবন্দি করে রাখে প্যালেস্তাইন।

শুধুমাত্র তাই নয়, ওই শ্রমিকদের পাসপোর্টও কেড়ে নেওয়া হয়।সেই পাসপোর্ট ব্যবহার করে ইজরায়েলে বেআইনিভাবে প্রবেশের চেষ্টাও চালায় প্যালেস্তাইনিরা। এদিন সীমান্তে একটি চেক পয়েন্টে কিছু সন্দেহভাজনকে চিহ্নিত করে ইজরায়েলি সেনা। শ্রমিকদের পাসপোর্ট ব্যাবহার করে ওই সন্দেহভাজন প্যালেস্তাইনিরা ইজরায়েলে প্রবেশের ফন্দি এঁটেছিল। তখনই ধরা পড়ে যায় তারা। পাসপোর্টের সূত্র ধরে মেলে ভারতীয় শ্রমিকদের খোঁজ।

রাতারাতি ইজরায়েলি সেনা ও অভিবাসন দফতর কর্তৃপক্ষ এবং বিচারবিভাগের মিলিত অভিযানে ভারতীয় শ্রমিকদের উদ্ধার করা হয়। এরপর তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। যতক্ষণ না তাদের কাজকর্ম সুনিশ্চিত, ততদিন তাদের ওখানেই রাখবে ইজরায়েল। গোটা ঘটনার তদন্তও করা হচ্ছে বলে জানিয়েছে ইজরায়েলের ভারতীয় দূতাবাস। শ্রমিকরা যাতে সুরক্ষিত থাকেন, তাও সুনিশ্চিত করা হয়েছে দূতাবাসের তরফে। ইতিমধ্যেই শ্রমিকদের পাসপোর্ট উদ্ধার করে তা ফিরিয়ে দিয়েছে ইজরায়েলি সেনা। ইজরায়েলি চেক পয়েন্টগুলিতে তল্লাশি এড়াতে ওই পাসপোর্টগুলি ব্যবহার করছিল প্যালেস্তাইনিরা।

প্রসঙ্গত, হাজার হাজার প্যালেস্তাইনি নির্মাণ শ্রমিকদের ইজরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ২০২৩ এর ৭ অক্টোবর থেকে হামাস ও ইজরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই জারি রয়েছে ওই নির্দেশিকা। আর তাই, গত এক বছরে ভারত থেকে প্রায় ১৬ হাজার শ্রমিক ইজরায়েলে কাজের সন্ধানে পৌঁছয়।তাদের মধ্য থেকেই অবৈধ কোনও চক্রের হাত ধরে ১০ জন প্যালেস্তাইনে চলে যান।

 

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version