নিষ্ঠুর! অমানবিক! সদ্যোজাত সন্তানকে হাসপাতালে রেখে নিখোঁজ হয়ে গেল নাবালিকা মা। বিধাননগর মহকুমা হাসপাতালের ঘটনা। জানা গিয়েছে, গভীর রাতে শৌচাগারে যাওয়ার নাম করে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পুলিশ জানায়, ওই মেয়েটি এক পরিচিতের বাড়িতে থাকে। বুধবার সেখানে গিয়ে দেখা যায়, দরজায় তালা ঝুলছে। সেই পরিচিতেরও খোঁজ নেই।

এই প্রসঙ্গে বিধাননগর মহকুমা হাসপাতালের সুপার পার্থপ্রতিম গুহ বলেন, ‘শৌচালয়ে যাওয়ার নাম করে রাত ১০টার পর উধাও হয়ে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই বিধাননগর উত্তর থানাকে জানানো হয়েছে।’ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

যৌন লালসার শিকার হয়েছিল কিনা ওই নাবালিকা, সেই তদন্ত এবং মা ও সদ্যোজাতের সুরক্ষার জন্য পুলিশ-প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন বিধাননগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রসেনজিৎ নাগ। এই অবস্থায় পাঁচ দিনের কন্যাসন্তানকে হাসপাতালে রেখে এদিন রাতেই উধাও হয়ে গেল সেই নাবালিকা। টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে গিয়েছে সঙ্গে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও হাসপাতালের বিরুদ্ধে গাফলতির অভিযোগ এনেছে। নাবালিকা একাই গেল, নাকি কেউ তাকে ফুঁসলিয়ে নিয়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।

আরও পড়ুন- শস্য বীজ উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করতে উদ্যোগী রাজ্য
_

_

_

_

_

_

_

_