শহরের সক্রিয় প্রতারণা চক্র, এবার বেহালার (Behala) পর্ণশ্রী থানা এলাকা থেকে ভুয়ো সিমকার্ড চক্রের হদিশ পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। বুধবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণে সিম, নগদ টাকা এবং সিম চালু করার বিভিন্ন যন্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ।

লালবাজার সূত্রে জানা গেছে, মহানগরীতে ভুয়ো সিম কার্ড ব্যবহার করে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল বলে পুলিশের কাছে খবর ছিল। সেইমতো বুধবার রাত পৌনে ৯টা নাগাদ পর্ণশ্রী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি অফিস থেকে তন্ময় সরকার এবং দীনেশ জানা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি/৬৬ডি এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৬১(২), ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮, ৩৪০(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। বাজেয়াপ্ত সামগ্রী মধ্যে রয়েছে ৯২টি সিম কার্ড, দু’টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মেশিন, দু’টি মোবাইল ফোন। এছাড়াও নগদ ৪২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কারা কারা যুক্ত তা জানার চেষ্টা করছি কলকাতা পুলিশ (KP)।

–

–
–

–

–

–

–

–

–

–