চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ঠিক হবে রোহিত শর্মার ভাগ্য : সূত্র

জানা যাচ্ছে, আসন্ন পরিকল্পনা নিয়ে একাধিক বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ঠিক হবে রোহিত শর্মার ভাগ্য। এমনটাই খবর সূত্রের। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া। এক ম্যাচও না হেরে ফাইনালে উঠেছে রোহিত শর্মার দল। তবে সূত্রের খবর বোর্ডের নজর শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ভারতীয় ক্রিকেট বোর্ড তাকিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপেও। আর জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই নিয়ে বসতে চলেছে বিসিসিআই।

জানা যাচ্ছে, আসন্ন পরিকল্পনা নিয়ে একাধিক বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। সেটা টেস্ট এবং একদিনের ক্রিকেটের নেতৃত্ব হোক কিংবা নতুন কেন্দ্রীয় চুক্তি তৈরি করা। এই নিয়ে বোর্ডের এক সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “রোহিত এখনও মনে করেন যে, ওর মধ্যে ক্রিকেট বেঁচে আছে। ভবিষ্যতের রূপরেখা কী হবে, সেটা ওকে জানানো হয়েছে। অবশ্যই, কবে অবসর নেবে সেটা ওর নিজের সিদ্ধান্ত। কিন্তু অধিনায়কত্ব নিয়ে একটা আলোচনা চলছে। রোহিত নিজেও বুঝতে পারছে বিশ্বকাপের প্রস্তুতির জন্য একজন স্থায়ী অধিনায়ক দরকার। কোহলির সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে। তবে এই নিয়ে কোনও এখনও পাকাপাকি চিন্তাভাবনা নেই।“

সূত্রের খবর, অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কীভাবে দল পারফরম্যান্স করে সেই দিকে তাকিয়ে বিসিসিআই। এরপাশাপাশি গ্রেড এ+ চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পারফরম্যান্স খতিয়ে দেখতে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে এই মুহূর্তে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও যশপ্রীত বুমরাহ। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই যশপ্রীত বুমরাহ। অপর দিকে টি-২০ ক্রিকেটে নেই বিরাট-রোহিত-জাড্ডু।

আরও পড়ুন- রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ, ফাইনাল ভেস্তে গেলে কোন দল হবে চ্যাম্পিয়ন ? আম্পায়ার দায়িত্বেই বা কারা? জানাল আইসিসি