Thursday, December 18, 2025

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিক্যাল ক্লাস চলাকালীন অ্যাসিড দুর্ঘটনা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছাত্রী 

Date:

Share post:

প্রাকটিক্যাল ক্লাস চলাকালীন অ্যাসিড গায়ে পড়ায় গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raigunj University) এমএসসি প্রথম সেমিস্টারের ছাত্রী জুপিতা রাভা (Jupita Rava)। পড়ুয়ারা জানাচ্ছেন সেরিকালচার বিভাগের অধ্যাপক অমিত মণ্ডলের (Prof Amit Mondal অনুপস্থিতিতে স্কলার দীপাঞ্জন দাস ক্লাস নেওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এরপরই অধ্যাপকের অনুপস্থিতিতে ক্লাস করানো নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি সালফিউরিক অ্যাসিডে (H2SO4) কীভাবে ছাত্রী এত মারাত্মকভাবে পুড়ে গেলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের কো অর্ডিনেটর সৌমেন সাহা জানান, অধ্যাপক অমিত মণ্ডল লিখিত ভাবে ছুটি নেন নি। অথচ তিনি ক্লাস নেন নি। এমনকি শহরেও নেই। তারমানে বিভাগীয় সিনিয়রকে না জানিয়ে অধ্যাপকের অনুপস্থিতিতে এত বড় দুর্ঘটনা ঘটেছে। এর দায় কে নেবে, প্রশ্ন তুলেছেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তপন নাগ। তাঁর অভিযোগ, ভিসি দীপক রায় সম্পূর্ণ অরাজকতা চালাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি সালফিউরিক অ্যাসিডে পড়ুয়ার গুরুতরভাবে পুড়ে যাওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। সূত্রের খবর ওই ছাত্রী আপাতত স্থিতিশীল রয়েছেন। তাঁর পরিবার আসামে থাকে, তাঁদের খবর দেওয়া হয়েছে। এই বিষয়ে অধ্যাপক অমিত মন্ডল বলেন প্রাক্টিক্যাল ক্লাস চলাকালীন ল্যাবে অ্যাসিড দুর্ঘটনা হওয়া অসম্ভব নয়। বিষয়টি নিয়ে পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...