তাঁর মস্তিষ্কপ্রসূত প্রকল্প কন্যাশ্রী। সমাদৃত হয়েছে বিশ্বের মঞ্চে। কন্যাশ্রী নিয়ে কবিতাও লিখেছিলেন তিনি। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে (International Women’s Day) নিজের লেখা সেই কবিতা পোস্ট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মা, বোন এবং কন্যাদের কুর্নিশ জানিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banrejee)।

সব সময় নারী ক্ষমতায়নের কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধু মুখে বলা নয়, কাজেও সেই দৃষ্টান্ত রাখেন। সংসদে তৃণমূলের ৩৩ শতাংশের বেশি মহিলা প্রতিনিধি। মন্ত্রিসভাতেও দাপিয়ে কাজ করছেন মহিলা মন্ত্রীরা। সব ক্ষেত্রে বাংলার মা-বোনেদের এগিয়ে আসার বার্তা দেন তৃণমূল সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী। নারীদিবস উপলক্ষ্যে স্যোশাল মিডিয়ায় কবিতা পোস্ট করে শুভেচ্ছা জানালেন তিনি। লেখেন,
“আমি কন্যা আমি কন্যাশ্রী
আমি ভাগ্য আমি ভাগ্যশ্রী
আমি যশ আমি যশস্বী
আমি ভূমি আমি ভূমিশ্রী…”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও সবসময়ই নারীর ক্ষমতাকে কুর্নিশ জানান। নারী দিবসের (International Women’s Day) শুভেচ্ছা জানিয়ে, নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন,
”আমি আমাদের মা, বোন এবং কন্যাদের স্যালুট জানাই। শুধু সংসদ কক্ষেই নয়, পাশাপাশি শ্রেণিকক্ষ, হাসপাতাল, বোর্ডরুম, ঘর- সব জায়গাতেই তাঁদের কাজকে কুর্নিশ। আপনাদের সাহস নীতিগুলিকে নতুন রূপ দেয়, আপনার কণ্ঠস্বর আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে এবং আপনার নেতৃত্ব প্রজন্মকে অনুপ্রাণিত করে।
আজ, আমরা আপনাদের স্থিতিস্থাপকতা এবং আমাদের জাতির ইতিহাসকে আপনি যে অসংখ্য উপায়ে রূপ দিয়েছেন তা সম্মান করি। আপনার কণ্ঠস্বর কেবল আজ নয়, প্রতিদিনই গুরুত্বপূর্ণ।”

I salute our mothers, sisters and daughters – not just from the halls of Parliament, but from classrooms, hospitals, boardrooms and homes. Your courage reshapes policies, your voices strengthen our democracy and your leadership inspires generations.
Today, we honour your…
— Abhishek Banerjee (@abhishekaitc) March 8, 2025
বাংলার মুখ্যমন্ত্রী সব সময়ই মেয়েদের এগিয়ে আসার বার্তাদের। কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর কার্ডে বাড়ির বয়ঃজেষ্ঠা মহিলার নাম- সব বিষয়েই মহিলাদের উন্নয়ন প্রকল্প চাল করেছেন মমতা (Mamata Banerjee)।

আরও খবর: সাইবার ক্রাইম রুখতে আগামী ক্যাবিনেটে প্রস্তাব রাখবে কলকাতা পুলিশ: মনোজ বর্মা

–

–

–

–

–

–

–
