Monday, August 25, 2025

লড়াই-উন্নয়নে মডেল মমতা: নারীদিবসে ঘরে ঘরে বার্তা মহিলা তৃণমূলের, বর্ণাঢ্য মিছিল-কর্মসূচি

Date:

লড়াই-উন্নয়নে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই মডেল। ৫০তম নারীদিবসে তাঁকে আদর্শ করেই উদযাপন করল তৃণমূল (TMC) মহিলা কংগ্রেস। “নারীদিবস ৫০ বছরে/দিদি বাংলার ঘরে ঘরে”- স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হল বর্ণাঢ্য শোভাযাত্রা। কলকাতার পাশাপাশি রাজ্য জুড়েই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি।

রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ছাড়াও পা মেলান সাংসদ মালা রায়, দোলা সেন, সায়নী ঘোষ, জুন মালিয়া, মন্ত্রী ডাঃ শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মাণ্ডি, শিউলি সাহা, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, -সহ সংগঠনের মহিলা নেত্রীরা। ছিলেন তৃণমূলের হাজার হাজার মহিলা কর্মী ও সমর্থকরা। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের জন্য যেসব উল্লেখযোগ্য ঐতিহাসিক কাজ করেছেন তাঁর সেই কাজ ও ভাবনাকে আরও বেশি করে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে এই উদ্যোগ।

সংগঠনের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, ২০১২ সাল থেকে ২০২৪ পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলায় মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণ থেকে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, বিধবাভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একের পর এক যুগান্তকারী জনমুখী প্রকল্প চালু করেছেন। যার নজির গোটা ভারতে নেই। এখন বাংলার মুখ্যমন্ত্রীকে অনুসরণ করছে অন্যান্য রাজ্য। তাঁর এই কর্মসূচিকে দিকে দিকে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version