Sunday, November 2, 2025

স্বরূপের উদ্যোগে কলাকুশলীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন, ফেডারেশনের প্রশংসায় অরূপ – কুণাল

Date:

নারী দিবসে অন্য মেজাজে ধরা দিল স্টুডিও পাড়া। টেকনিশিয়ানদের কেউ ব্যস্ত রক্ত পরীক্ষা করাতে কেউ আবার ব্লাড প্রেসার ঠিক আছে কিনা তা জানতে মরিয়া। আসলে টলিপাড়ায় শনিবার বিনামূল্যে স্বাস্থ্য শিবির, আয়োজনে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। বাংলা বিনোদন জগতের ফেডারেশনের (FCTWEI) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ক্যামেরার সামনে যারা অভিনয় করছেন তাঁদের দিয়েই ইন্ডাস্ট্রি চলে এমনটা নয়। নেপথ্যে রয়েছে একাধিক টিমের কঠোর পরিশ্রম। তাঁদের স্বার্থ, স্বাস্থ্য, সুরক্ষার খেয়াল রাখে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। এবার সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) উদ্যোগে টলিপাড়ার টেকনিশিয়ান স্টুডিওতে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির। ফেডারেশনের ৮ হাজার সদস্য এবং তাঁদের পরিবার অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার মানুষ শনিবার এই শিবির থেকে স্বাস্থ্য পরিষেবা পেলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), বিশিষ্ট সাংবাদিক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh), মেয়র পারিষদ অতীন ঘোষ, পরিচালক অরিন্দম শীল (Arindam Sil), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), প্রযোজক রানা সরকার-সহ অন্যান্যরা।

বিনোদন জগত (Entertainment Industry)মানেই শুধুই পর্দায় নায়ক নায়িকার উপস্থিতি নয় বরং নেপথ্যে থাকা উপেক্ষিত নায়ক নায়িকাদের বাস্তব গল্পটাও এখানে ভীষণভাবে সত্যি। একটা সময় ছিল যখন টলিপাড়ার কলাকুশলীদের আর্থিক, সামাজিক, পেশাগত ক্ষেত্রে একাধিক সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে। তখন তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন স্বরূপ বিশ্বাস। তাঁর নেতৃত্বে এই ফেডারেশন ৮ হাজার সদস্যকে আগলে রেখেছে। এদিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) বলেন, প্রযোজক পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী এবং প্রত্যেক কলাকুশলী একে অন্যের পরিপূরক। সকলের সহযোগিতায় একটা প্রোডাকশন দর্শকের কাছে পৌঁছে যায়। আজ টেকনিশিয়ানরা আছেন বলেই প্রোডিউসার থেকে শুরু করে অভিনেতা, পরিচালক প্রত্যেকে নিজেদের কাজগুলো তুলে ধরার সুযোগ পাচ্ছে একথা ভুলে গেলে চলবে না। এদিন বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে ইসিজি, ইকো থেকে শুরু করে সুগার, প্রেসার এবং রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়। এছাড়াও হার্টের সমস্যা, কিডনি বা চোখের সমস্যারও চিকিৎসা করা হয়।

এদিনের পুরো স্বাস্থ্য শিবির ঘুরে দেখেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঞ্চে উপস্থিত হয়ে তিনি বলেন, স্টুডিও পাড়ায় একটা সময় এত রুগ্নতা আর অব্যবস্থা ছিল যে সিনেমা বা সিরিয়ালের শুটিং করতে গিয়ে ভয় পেতেন শিল্পীরা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হওয়ার পর পরিস্থিতি বদলেছে। যদিও আজকাল বিভিন্ন সময়ে অভিনেতা পরিচালকদের নানা বিতর্কিত মন্তব্য ব্রেকিং নিউজ হয়ে উঠে আসে। তাঁদের কৃতিত্বকে সম্মান জানিয়েই কুণালের মন্তব্য, যদি গোটা ইউনিটের প্রত্যেকটা মেম্বারের স্বার্থের খেয়াল না রাখা যায় তাহলে শুধুমাত্র বক্তৃতার জন্য বক্তব্য রাখা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ফেডারেশন কলাকুশলীদের ২৬ টা গিল্ডকে নিজেদের সঙ্গে যুক্ত করে তাঁদের স্বার্থ সুরক্ষিত করেছে। মাসিক কাজ নিশ্চিত করার পাশাপাশি কোনও ধরনের আর্থিক সমস্যা হলেও দ্রুত পাশে দাঁড়িয়েছে FCTWEI, যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। একজন জনপ্রিয় অভিনেতা বা অভিনেত্রী মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই খুব সহজে সাধারণ মানুষের কাছে তাঁর বার্তা পৌঁছে দিতে পারেন। কিন্তু একজন মেকআপ আর্টিস্ট বা কোরিওগ্রাফার কিংবা ট্রলি ম্যানের পক্ষে সেটা সম্ভব নয়। এনাদের কথা সবার কাছে পৌঁছে দেয় ফেডারেশন। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা সাম্প্রতিককালে টলিপাড়ার বিতর্ক নিয়ে কুণালকে প্রশ্ন করলে তিনি সাফ জানান, ফেডারেশনের সদস্যদের কিন্তু তাঁদের সংগঠনের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই কারণ তাঁরা জানেন এই সংস্থা তাদের রুজি রুটির ব্যবস্থা করে খেয়াল রাখে, প্রয়োজনে পাশে দাঁড়ায়। সাম্প্রতিককালে দেখা গেছে অনেক পরিচালকরাই আবার ফেডারেশনের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা পুরনো গিল্ডের সদস্য হয়েছেন। এ বিষয়ে রাজ্যসভার প্রাক্তন সাংসদ বলেন, কলাকুশলী থেকে প্রযোজক পরিচালক প্রত্যেকে মিলে আলোচনার মাধ্যমে টলিপাড়ার যে কোনও সমস্যা হলে একটা সমাধান সূত্র খুঁজে বের করতে চাইছেন এটা সদর্থক দিক। কয়েকজন মানুষ এসে সব কিছুর প্রতিনিধিত্ব করছেন, “আমরাই ইন্ডাস্ট্রি চালাচ্ছি” বলে দাবি করছেন, সব বিষয়ে কথা বলছেন দীর্ঘদিন ধরে এটা চলতে পারে না। দিনের শেষে ‘ওরা কাজ করে’ কবিতা মনে রাখতে হবে এবং ফেডারেশনের গুরুত্বকে স্বীকৃতি দিতে হবে।

 

 

 

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...
Exit mobile version