Monday, November 3, 2025

নিয়মরক্ষার ম্যাচে দুরন্ত জয় মোহনবাগানের, গোয়াকে হারাল ২-০ গোলে

Date:

নিয়মরক্ষার ম্যাচে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট । এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়াকে ২-০ গোলে হারাল সবুজ-মেরুন । একটি গোল আত্মঘাতী। আরেকটি গোল স্টুয়ার্টের । দু ম্যাচ বাকি থাকতেই লিগ-শিল্ড ঘরে তুলেছিল জোসে মোলিনার দল । ট্রফি হাতে তোলা ছিল সময়ের অপেক্ষা। ঘরের মাঠে জয় পেয়েই লিগ-শিল্ড হাতে তুলতে চেয়েছিল মোহনবাগান । শনিবার সেটাই করল জোসে মোলিনার দল। এই জয়ের ফলে আইএসএলের লিগ পর্বের শেষে ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট হল মহুনবাগানের।

এদিন কার্যত নিয়মরক্ষার ম্যাচ হলেও শুরু থেকেই দুরন্ত শুরু করে সবুজ-মেরুন । মাত্র ৭ মিনিটের মাথায় প্রায় গোল করে ফেলেছিলেন দিমিত্রি পেত্রাতোস। গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি লিস্টন কোলাসো, স্টুয়ার্ট। প্রথমার্ধে একের পর আক্রমণ চালায় মোলিনার দল । প্রথমার্ধের শেষ দিকে এসে গোল করেন মনবীর। কিন্তু মাটিতে পড়ে গিয়ে হাত দিয়ে বল ঠেলে দিয়েছিলেন পেত্রাতোস। তাই মনবীরের গোল বাতিল হয়। তাই বাতিল হয় মনবীরের গোল। প্রথমার্ধে মাচের ফলাফল থাকে গোলশূন্য ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে মোহনবাগান । যার ফলে দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে এফসি গোয়ার গোলকিপারের ভুলে গোল হজম করে গোয়া । তেকাঠি ছেড়ে বেরিয়ে আসেন এফসি গোয়ার গোলরক্ষক । ডিফেন্ডার বরিস সিংয়ের আলতো শট সোজা ঢুকে যায় গোলে। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৯০ মিনিটে গোল আসে স্টুয়ার্টের বুট থেকে। আর ওখানেই সবুজ-মেরুনের জয় নিশ্চিত। আর এই জয়ের ফলে প্রথম ক্লাব হিসাবে ভারতের সেরা লিগে ১০০০ পয়েন্ট পাওয়ার নজির গড়ে ফেলল মোহনবাগান।

আরও পড়ুন- আইএসএল-এর শেষ ম্যাচেও হার লাল-হলুদের , নর্থ-ইস্টের কাছে হারল ৪-০ গোলে

 

 

 

Related articles

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...
Exit mobile version