Thursday, November 13, 2025

ঝাড়গ্রামের চিড়িয়াখানায় এল ‘পলাশ’, নতুন সদস্যের নাম রাখলেন বনমন্ত্রী

Date:

ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের নতুন অতিথি “পলাশ”। সামনেই রঙের উৎসব দোল উৎসব। তাই দোল উৎসবের আগেই উত্তরবঙ্গের জলদাপাড়া থেকে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে নিয়ে আসা হলো একটি পুরুষ চিতাবাঘ, যার নাম “পলাশ”।

দোল উৎসবের আগেই ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে চিতাবাঘ পলাশের আগমন পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠবে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের পর্যটকদের কাছে খুবই খুবই আকর্ষণীয় হলো জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এক সময় ঝাড়গ্রাম ডিয়ার পার্ক হিসেবে পরিচিত ছিল, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম ডিয়ার পার্কের নাম পরিবর্তন করে রাখেন জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। সেই সঙ্গে জঙ্গলমহল জুলজিক্যাল চিড়িয়াখানাকে সাজিয়ে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করেন। তাই ঝাড়গ্রামে বেড়াতে আসা পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে আসা হয়েছে।

রাজ্যের বন দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের প্রাকৃতিক পরিবেশ অন্য চিড়িয়াখানার থেকে একেবারেই আলাদা, শান্ত শাল গাছ ঘেরা জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে পশুপাখিরা খুব ভালোভাবে রয়েছে, তাই বিভিন্ন ধরনের পশু পাখি দেখার পর্যটকরা ঝাড়্গ্রামে বেড়াতে এলে ঝাড় গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে আসেন। সঙ্গে তিনি বলেন জলদাপাড়া থেকে নিয়ে আসা চিতাবাঘ পলাশ ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠবে।

ঝাড়গ্রাম বন বিভাগের ডি এফ ও উমর ইমাম বলেন, চিতাবাঘ “পলাশ” আগামী তিনদিন নাইট সেন্টারে থাকবে, তারপর আরো ৫ দিন একটি আলাদা ঘেরা-টোপে ছাড়া থাকবে। এরপর মূল এনক্লোজারে মহিলা চিতাবাঘ হর্ষিনীর সঙ্গে পুরুষ চিতাবাঘ পলাশকে ছাড়া হবে। যার ফলে আগামী দিনে ঝাড়গ্রামের জঙ্গলমহল ও জুলজিক্যাল পার্কে চিতাবাঘের সংখ্যা বাড়বে।

আরও পড়ুন- ‘ছাবা’ দেখে মোঘল গুপ্তধনের খোঁজে মাটি খোঁড়া শুরু গ্রামবাসীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version