ফাল্গুনের প্রায় শেষ লগ্নে এসেও আবহাওয়ার খামখেয়ালিপনা যাচ্ছেনা। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কলকাতাসহ (Kolkata ) দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রির আশেপাশে পৌঁছে যাবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। ইতিমধ্যেই গরমের প্রভাব টের পাওয়া যাচ্ছে। ভোর রাতে হালকা শিহরণ লাগলেও যত বেলা বাড়ছে ততই কড়া হচ্ছে সূর্যের দাবদাহ। তবে দক্ষিণে এই অবস্থা হলেও উত্তরের সম্পূর্ণ ভিন্ন চিত্র ধরা পড়েছে। প্রাক বসন্ত উৎসবে বৃষ্টি হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শুক্রবারের পর শনিতেও এই চার জেলায় বৃষ্টি হবে, তবে রবিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় অস্বাভাবিক গরম অনুভূত হতে পারে। আগামী সপ্তাহে পশ্চিমে জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। দোল (Holi ) উৎসবের আগেই কলকাতায় পারদ ৩৫ ডিগ্রি ছুঁতে চলেছে। আগামী মঙ্গলবার থেকে ক্রমাগত উর্ধ্বমুখী হবে তাপমাত্রা।

–

–
–

–

–

–

–

–

–

–