যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উপর হামলা এবং ছাত্র আক্রান্ত হওয়ার ঘটনায় এবার এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattacharya) তলব করল যাদবপুর থানা (Jadavpur Police Station)। শিক্ষাঙ্গনে অশান্তির ঘটনার যে যে ফুটেজ বা ছবি রয়েছে তাঁর কাছে, সেই সব নিয়ে শনিবার সন্ধ্যায় পুলিশের তলবে হাজিরা দেবেন এসএফআই (SFI) নেতা।

গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়েবকুপারের একটি মিটিংয়ে গিয়ে বাম ছাত্র সংগঠনের হামলার মুখে পড়ে আক্রান্ত হন রাজ্যের শিক্ষামন্ত্রী। ইচ্ছাকৃতভাবে তৃণমূল ছাত্র সংগঠনের উপর আক্রমণের অভিযোগও রয়েছে এসএফআইয়ের বিরুদ্ধে। আবার বাম সংগঠনের অভিযোগ, ব্রাত্যের গাড়ির ধাক্কায় জখম হয়েছেন ছাত্ররা। ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়কে শিক্ষামন্ত্রীর গাড়ি পিষে দিয়েছিল বলে দাবি করে, সে দিনের ঘটনার কিছু ছবি এবং ভিডিয়ো দেখায় সৃজনরা। তৃণমূল কংগ্রেসের (TMC) আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য সেই সব প্রমাণের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। শুরু হয় রাজনৈতিক তরজা। কলকাতা হাইকোর্ট এই ঘটনায় পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপে নির্দেশ দেওয়ার পরই এবার সৃজন ভট্টাচার্যকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনার ছবি ফুটেজ নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ। সমাজ মাধ্যম থেকে পাওয়া ছবি ভিডিও নিয়ে সন্ধ্যা সাড়ে ছটায় যাদবপুর থানায় উপস্থিত হবেন সৃজন, এমনটাই এসএফআই সূত্রে জানা গেছে।

–

–

–

–

–

–

–

–

–

–