Friday, August 22, 2025

এপিক কার্ড ইস্যু: তৃণমূলের আন্দোলনকে সমর্থন জানাতে বাধ্য হল কংগ্রেস

Date:

Share post:

ভোটার কার্ডে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের লড়াইতে শামিল হতে বাধ্য হল কংগ্রেস। নিজেদের অস্তিত্বরক্ষার তাগিদেই। এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে সর্বভারতীয় প্রেক্ষাপটে মোদি সরকার বিরোধী আন্দোলনের রাশ থাকছে তৃণমূল কংগ্রেসের হাতে৷

অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, লালুপ্রসাদ যাদবের আরজেডি, শরদ পাওয়ারের এনসিপি, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো প্রভাবশালী বিরোধী দলগুলি আগেই ডুপ্লিকেট এপিক ইস্যুতে তৃণমূলের অবস্থানকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে৷ তৃণমূলের তোলা এই ইস্যু এতটাই জোরদার এবং বাস্তবসম্মত যে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিতেই এবারে তাদের পাশে দাঁড়াতে বাধ্য হচ্ছে কংগ্রেস। এই বিষয় নিয়ে লোকসভা ও রাজ্যসভা— উভয় কক্ষেই সবিস্তারে আলোচনা করতে হবে, এই দাবি জানিয়ে একাধিক তৃণমূল সাংসদ সংসদীয় সচিবালয়ে ইতিমধ্যেই নোটিশ জমা দিয়েছেন৷ সংসদীয় সূত্রের দাবি, রাজ্যসভায় তৃণমূলের তরফে জমা দেওয়া নোটিশে সমর্থন জানিয়ে সই করেছেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং৷

তাত্‍পর্যপূর্ণ হল, বিরোধী শিবিরের প্রভাবশালী অধিকাংশ দল যখন বিজেপি বিরোধী ভোটকে সুরক্ষিত রাখতে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকেই মান্যতা দিচ্ছে, তখন সর্বভারতীয় প্রেক্ষাপটে মোদি সরকার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়া তৃণমূলের হাত শক্ত করা ছাড়া কংগ্রেসের সামনে আর অন্য কোনও রাস্তাই খোলা নেই বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত৷ এই কারণেই দলের বর্ষীয়ান সাংসদ দিগ্বিজয় সিংকে দিয়ে রাজ্যসভায় পেশ করা তৃণমূলের নোটিশে সমর্থন জানানো হয়েছে বলেই সংসদীয় সূত্রের দাবি৷

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বাজেট অধিবেশনে বিরোধী শিবিরের বড় অস্ত্র হতে যাচ্ছে ডুপ্লিকেট এপিক কার্ডের ইস্যু৷ এই বিষয় নিয়ে লোকসভা ও রাজ্যসভা— উভয় কক্ষেই সবিস্তারে আলোচনা করতে হবে, দাবি জানিয়ে এক ঝাঁক তৃণমূল সাংসদ সংসদীয় সচিবালয়ে ইতিমধ্যেই নোটিশ জমা দিয়েছেন৷ তাদের নোটিশের পরিপ্রেক্ষিতে শাসক শিবির কি অবস্থান গ্রহণ করে তা দেখার পরেই পরবর্তী পদক্ষেপ স্থির করবে তৃণমূল, রবিবার দাবি জানানো হয়েছে দলীয় সূত্রে৷

আরও পড়ুন- চ্যাম্পিয়ন হয়েই ডান্ডিয়া নাচের সেলিব্রেশনে Ro-Ko জুটি, ভাগ করে নিলেন মুহুর্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...