বনদফতরের নিষেধাজ্ঞা! বন্ধ থাকছে সোনাঝুরিতে বসন্ত উৎসব

শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বনদফতরের নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব। প্রাকৃতিক পরিবেশের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বনদফতরের। তবে দোল পূর্ণিমার দিন সোনাঝুরি খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকছে। কিন্তু রঙ খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সাময়িক ক্ষতির মুখে পড়লেও পরিবেশরক্ষার দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসাবে সরকারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

দোল মানেই শান্তিনিকেতন। গত কয়েক বছর ধরে বোলপুর বনদফতরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো। কিন্তু এই বছর বোলপুর বনদফতরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সে কারণেই শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন কিছুটা হলেও ভারাক্রান্ত।

আরও পড়ুন- টিপুখোলার জঙ্গলে দাঁতালের হামলায় মৃত্যু মাকনা হাতির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_