কার্শিয়াং বনবিভাগের অধীন বাগডোগরার টিপুখোলার জঙ্গলে দুটি হাতির সঙ্ঘর্ষে মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক মাকনা হাতির, রবিবার দুপুরে। জানা গিয়েছে, বাগডোগরা জঙ্গলের মধ্যে টিপুখোলায় গভীর জঙ্গলে দুটো হাতির মধ্যে তুমুল লড়াই বাধে। তার জেরেই মৃত্যু পূর্ণবয়স্ক হাতির৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বন দফতরের অন্দরে। টিপুখোলার জঙ্গলে ওই হাতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷

বাগডোগরা রেঞ্জের ডিএফও দেবেশ পাণ্ডের বক্তব্য, এক দাঁতাল হাতির সঙ্গে লড়াইয়ে মাকনা হাতির মৃত্যু হয়েছে৷ ওই দুই হাতির মধ্যে এলাকা দখল নিয়ে লড়াই হয়ে থাকতে পারে৷ তবে দাঁতাল হাতিটির সঙ্গে কোনওভাবেই পেরে ওঠেনি ওই মাকনা হাতিটি৷ দাঁতাল হাতির দাঁতের আঘাতেই মাকনা হাতিটি ক্ষতবিক্ষত হয়েছে৷ তবে মৃত হাতির বয়স আনুমানিক ২৭ বছর হতে পারে বলে জানিয়েছেন বন আধিকারিক। এদিন সকালে ওই হাতিটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ৷ এরপরই খবর দেওয়া হয় এলিফ্যান্ট স্কোয়াডকে৷ পশু চিকিৎসকেরা পৌঁছে হাতিটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন৷ সেটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । কার্শিয়াংয়ের রেঞ্জার জানান ওই দাঁতালটির উপরেও নজর রাখা হচ্ছে৷ জঙ্গলে এই ধরনের ঘটনা ঘটে থাকে৷ বুনোদের মধ্যে এই ধরনের লড়াই অনেক সময় এলাকা দখল বা সঙ্গীর জন্য হয়ে থাকে৷ গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- জনসংযোগে জোর! সন্দেশখালির নেতৃত্বের সঙ্গে বৈঠকে মন্ত্রী সুজিত-জ্যোতিপ্রিয়

_
_

_

_

_

_

_

_

_