Sunday, November 9, 2025

কীভাবে ‘ডুপ্লিকেট’ এপিক-সমস্যা সমাধান: কমিশনের জবাব চাইবে তৃণমূলের ১০ সদস্য

Date:

মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনরে (Election Commission of India) দফতরে যাবে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। ডুপ্লিকেট এপিক (duplicate epic) নিয়ে যে তথ্য প্রকাশ্যে এনেছে কেন্দ্রের নির্বাচন কমিশন, তার ভিত্তি কী তা এখনও ধোঁয়াশায়। তারই মধ্যে তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন, যা তৃণমূলের দাবিকেই মান্যতা দিয়েছে। কিন্তু কোন প্রক্রিয়ায় সেই সমাধান হবে তা জানানো হয়নি কমিশনের তরফে। যে সমস্যা (epic scam) ২৫ বছর ধরে চিহ্নিত করতে পারেনি কমিশন, সেই সমস্যার সমাধান তিন মাসের মধ্যে করে ফেলার প্রতিশ্রুতিকেও বিশ্বাস করছে না তৃণমূল (TMC)। এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই মঙ্গলবার বিকালে কমিশনের দফতরে যাবে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল।

ইতিমধ্যেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের কারচুপির (epic scam) বিস্তারিত তথ্য তুলে ধরেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ। এই তিন সাংসদের পাশাপাশি মঙ্গলবার কমিশনের দফতরে যাচ্ছেন লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ, অসিত মাল, আবু তাহের খান, প্রকাশ চিক বরাইক ও রাজ্যসভার সাংসদ সাকেল গোখলে।

মঙ্গলবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের সম্ভাবনা রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার (CEO, EC) জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গেও তাঁদের সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। সেক্ষেত্রে আলোচনা শেষে কমিশন দফতরের বাইরে সাংবাদিকদের তৃণমূল সাংসদরা জানাবেন আলোচনার নির্যাস।

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version