Thursday, November 13, 2025

কীভাবে ‘ডুপ্লিকেট’ এপিক-সমস্যা সমাধান: কমিশনের জবাব চাইবে তৃণমূলের ১০ সদস্য

Date:

মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনরে (Election Commission of India) দফতরে যাবে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। ডুপ্লিকেট এপিক (duplicate epic) নিয়ে যে তথ্য প্রকাশ্যে এনেছে কেন্দ্রের নির্বাচন কমিশন, তার ভিত্তি কী তা এখনও ধোঁয়াশায়। তারই মধ্যে তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন, যা তৃণমূলের দাবিকেই মান্যতা দিয়েছে। কিন্তু কোন প্রক্রিয়ায় সেই সমাধান হবে তা জানানো হয়নি কমিশনের তরফে। যে সমস্যা (epic scam) ২৫ বছর ধরে চিহ্নিত করতে পারেনি কমিশন, সেই সমস্যার সমাধান তিন মাসের মধ্যে করে ফেলার প্রতিশ্রুতিকেও বিশ্বাস করছে না তৃণমূল (TMC)। এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই মঙ্গলবার বিকালে কমিশনের দফতরে যাবে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল।

ইতিমধ্যেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের কারচুপির (epic scam) বিস্তারিত তথ্য তুলে ধরেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ। এই তিন সাংসদের পাশাপাশি মঙ্গলবার কমিশনের দফতরে যাচ্ছেন লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ, অসিত মাল, আবু তাহের খান, প্রকাশ চিক বরাইক ও রাজ্যসভার সাংসদ সাকেল গোখলে।

মঙ্গলবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের সম্ভাবনা রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার (CEO, EC) জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গেও তাঁদের সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। সেক্ষেত্রে আলোচনা শেষে কমিশন দফতরের বাইরে সাংবাদিকদের তৃণমূল সাংসদরা জানাবেন আলোচনার নির্যাস।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version