ফের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমে জালিয়াতির শিকার যুবক, তদন্তে পুলিশ

সন্দেহ হওয়ায় মেশিনের (ATM machine) টাকা বেরোনোর অংশে হাত ঢুকিয়ে একটি প্লাস্টিকের (plastic) অংশ বেরিয়ে

সকাল সকাল রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএম (ATM) থেকে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার যুবক। টাকার বদলে এটিএম মেশিন থেকে বেরিয়ে এল প্লাস্টিকের অংশ। দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। যোগাযোগ করা হচ্ছে ব্যাংকের সঙ্গেও। তবে খোয়া যাওয়া টাকা ফেরত পাননি তিনি।

খড়দহের (Khardah) পাতুলিয়া এলাকায় ইমরান খান নামে এক যুবক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমে (ATM) টাকা তুলতে যান সোমবার সকালে। মেশিনের যাবতীয় নির্দেশ মেনে টাকা তোলার প্রক্রিয়া সারেন তিনি। কিন্তু মেশিন থেকে টাকা বের হয় না। অথচ মেশিনের ভিতরে যন্ত্রপাতির আওয়াজ পান তিনি। সন্দেহ হওয়ায় মেশিনের (ATM machine) টাকা বেরোনোর অংশে হাত ঢুকিয়ে একটি প্লাস্টিকের (plastic) অংশ বেরিয়ে আসতে দেখেন তিনি।

সাম্প্রতিক এটিএম জালিয়াতি (fraud) ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে তিনি সবার আগে পুলিশে যোগাযোগ করেন। এরপরই খড়দহ (Khardah) থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। প্রতারিত যুবক ইমরান বুঝতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়ে গিয়েছে। এরপর ব্যাঙ্কে অভিযোগ জানানো হয়।