Sunday, November 16, 2025

এপিক দুর্নীতি নিয়ে আলোচনায় অনিহা! রাজ্যসভায় ওয়াক আউট তৃণমূল সাংসদদের

Date:

দেশের গণতন্ত্রকে কার্যত সার্কাসে পরিণত করে নির্বাচনের কারচুপি চালাচ্ছিল কেন্দ্রের বিজেপি সরকার। গোটা বিষয়টা সর্বসমক্ষে তুলে ধরতেই পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা মোদী সরকারের। সংসদের (Parliament) বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের শুরুতেই লোকসভা ও রাজ্যসভায় এই বিষয়ে আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদরা। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার এত বড় ইস্যুতেও কোন আলোচনার অনুমতি দিলেন না রাজ্যসভার (Rajyasabha) চেয়ারম্যান। প্রতিবাদে ওয়াক আউট তৃণমূল সাংসদদের।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এপিক দুর্নীতি প্রকাশ্যে আনার পরেই দিল্লিতে এই ইস্যুতে তৃণমূল সাংসদদের সরব হওয়ার বার্তা দিয়েছিলেন। সেই মতো সোমবারের সংসদের অধিবেশনের শুরুতেই লোকসভা ও রাজ্যসভায় ডুপ্লিকেট এপিক (duplicate epic) নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন তৃণমূল সংসদরা। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, রাজ্যসভায় এই ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছিল একাধিক বিরোধী দলও। কিন্তু আলোচনার অনুমতি না দেওয়ায় ওয়াকআউট (walkout) করেন রাজ্যসভার তৃণমূল সাংসদরা।

রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) জানান, ডুপ্লিকেট এপিকের (duplicate epic) বিষয়টি একটি জ্বলন্ত সমস্যা। বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রে (democracy) ভোটার কার্ড নিয়ে সমস্যা কখনই অবহেলার নয়। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, একাধিক রাজনৈতিক দল বিষয়টি তুলেছে। রাজ্যসভার অধিবেশনের শুরুতেই ২৬৭-তে নোটিশ দিয়ে আলোচনার দাবি জানানো হয়। একাধিক প্রমাণ রয়েছে। সেই প্রমাণ তুলে ধরেই আলোচনার দাবি জানানো হয়।

কেন্দ্রের সরকারকে ঋতব্রতর প্রশ্ন, এই বিষয় নিয়ে আলোচনা সংসদ (Parliament) ছাড়া আর কোথায় হবে? কিন্তু সরকার এই বিষয় নিয়ে আলোচনায় রাজি নয়। সংসদ অর্থাৎ গণতন্ত্রের (democracy) সর্বোচ্চ জায়গায় এই আলোচনা করতে না দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার যে কোনো বড় ইস্যু থেকেই আলোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা তার প্রমাণ। এরই প্রতিবাদে ওয়াক আউট করেন তৃণমূল সাংসদরা।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version