চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের: জমে উঠল দুই ক্রিকেটপ্রেমীর টিপ্পনি

রোহিত (Rohit Sharma) ভক্ত কুণাল ঘোষও (Kunal Ghosh) টিপ্পনি করেছে সাংসদ সৌগত রায়কে। সমালোচনাই যেন রোহিতের পারফর্মেন্সকে আরও ক্ষুরধার করেছে

যে কোনও খেলা খেলোয়াড়দের পাশাপাশি তার সমর্থকদেরও যেন যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেয়। সেই সঙ্গে খেলোয়াড়দের মতো সমর্থকদেরও বাড়ে স্পোর্টিং স্পিরিট (sporting spirit)। তার জন্যই জমে ওঠে দুপক্ষের বন্ধুসুলভ টিপ্পনি। প্রত্যেক ভারতীয়র কাছে দেশের জন্য বিরোধিতা না থাকলেও খেলোয়াড় ভেদে সবাই আলাদা আলাদা খেলোয়াড়ের ভক্ত। সেই সমর্থকদের পরস্পরকে ছুঁড়ে দেওয়া টিপ্পনিও সমান সরস হয়ে ওঠে। এবার ভারত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে রসিকতায় ক্রিকেটপ্রেমী সৌগত রায় (Saugata Roy) ও কুণাল ঘোষ (Kunal Ghosh)।

সম্প্রতি কংগ্রেস নেত্রীর রোহিত শার্মাকে (Rohit Sharma) করা কটাক্ষ গোটা দেশে আলোড়ন ফেলেছিল। ভারত অধিনায়কের অফফর্ম আর টসে হার সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোলিংয়ের মুখেও ফেলেছে। সেই পরিস্থিতিতে রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ তথা বর্ষীয়ান অধ্যাপক সৌগত রায় (Saugata Roy)। তবে সব সমালোচকদের ফাইনালে জবাব দিয়েছেন রোহিত। নেতৃত্বের মতো ব্যাটিংয়েও নিজের কাঁধে দায়িত্ব নিয়ে জিতিয়েছেন দলকে। ট্রফি হাতে তুলে দেশের মাথা উঁচু করেছেন।

রবিবারের ফাইনালে রোহিতের পারফর্মেন্সের পরে রোহিত ভক্তরা তার বিরুদ্ধে হওয়া ট্রোলিংয়ের জবাব দিয়েছেন। সেই রকমই আরেক রোহিত (Rohit Sharma) ভক্ত কুণাল ঘোষও (Kunal Ghosh) টিপ্পনি করেছে সাংসদ সৌগত রায়কে। সমালোচনাই যেন রোহিতের পারফর্মেন্সকে আরও ক্ষুরধার করেছে। এরকমই টিপ্পনি আরেক ক্রীড়াপ্রেমী সৌগত রায়ের জন্য তুলে ধরেছেন কুণাল। সোশ্যাল মিডিয়ায় ট্রফির সঙ্গে রোহিতের ছবি দিয়ে তিনি লিখেছেন ছোট্ট কথা – রোহিতের এই সাফল্যের পেছনে অধ্যাপক রায়ের ভূমিকা সত্যিই অনস্বীকার্য।