Wednesday, May 7, 2025

ট্যাংরায় তিনটি খুনের ঘটনায় এবার নতুন চাঞ্চল্যকর তথ্য লালবাজারের তদন্তকারীদের হাতে ৷ দে পরিবারের খুনের নেপথ্যে উঠে এল মেক্সিকোর একটি সংস্থার নাম! এমনটাই দাবি করেছেন ট্যাংরা হত্যাকাণ্ডে ধৃত প্রসূন দে ৷ তিনি অভিযোগ করেছেন, তার সংস্থার তৈরি ৫০ কোটি টাকার চামড়ার গ্লাভসের অর্ডার বেশ কয়েকবার ফেরত পাঠিয়ে দিয়েছে মেক্সিকান সংস্থা ৷ আর তার জেরেই আর্থিক অনটন নেমে আসে তাদের পরিবারে ৷

প্রসূন গোয়েন্দাদের জানিয়েছেন, তার ভাই প্রণয় দে ব্যবসার হিসাব দেখতেন ৷ আর প্রসূনের কাজ ছিল, তাদের সংস্থার তৈরি চামড়ার গ্লাভস কোথায় রফতানি করা হবে, তা ঠিক করা ৷ জেরায় তদন্তকারীরা জানতে পেরেছেন, মেক্সিকোর এক সংস্থাকে গ্লাভস সরবরাহ করত প্রসূনদের সংস্থা ৷ কখনও ১০০ কোটি, কখনও ৬০ বা ৫০ কোটি টাকার গ্লাভস রফতানি করতেন তারা ৷প্রসূন অভিযোগ করেছেন, গতবছর তাদের সংস্থার তৈরি ৫০ কোটি টাকার গ্লাভস ফেরত পাঠিয়ে দেয় মেক্সিকোর সংস্থাটি ৷ এরপর আবারও তারা অর্ডার দেয় ৷ কিন্তু, সেই অর্ডারও ফেরত পাঠিয়ে দেওয়া হয় ৷

প্রসূনের দাবি, তাদের সংস্থার সঙ্গে বারবার প্রতারণা করা হয় ৷ প্রথমবার বলা হয়েছিল, গ্লাভসগুলি ছেঁড়া ৷ দ্বিতীয়বারে বলা হয়, প্রসূন ও প্রণয়ের সংস্থার তৈরি গ্লাভস নিম্নমানের ৷ তাদের তৈরি গ্লাভস কিছুদিন ব্যবহার করার পর নষ্ট হয়ে যাচ্ছে ৷ব্যবসার এই মন্দার জন্য, প্রবল আর্থিক আমচনের মধ্যে পড়ে দে পরিবার। তারপরই খুন করে নিজেরা আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version