Tuesday, August 12, 2025

তৎপর পুলিশ! বিট্টু ক্ষেত্রী খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ১

Date:

বিট্টু ক্ষেত্রীর মৃত্যুর ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার এক। ধৃতের নাম জাহেদুর রহমান। বাঙালবাড়ি গ্রামপঞ্চায়েত সদস্যার স্বামী। বাঙালবাড়ি যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি জাহেদুর। রবিবার রাতেই ধৃতকে আটক করে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর সোমবার গ্রেফতার করা হয় তাকে।

জানা গিয়েছে, ঘটনার দিন রাত আটটা নাগাদ বিট্টু ধৃতের বাড়িতে কিছু টাকা ফেরত চাইতে গিয়েছিলেন। ধৃতের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা সুদে নিয়েছিলেন। শুধু তাই নয়, বিট্টুর পরিবারের আরও সদস্যদের থেকেও টাকা নিয়েছিলেন। যা সব মিলিয়ে ১৭ লক্ষেরও বেশি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জাহেদুর।

অপরদিকে ব্লক সভাপতি আশরাফুল আলি জানান, বিট্টুর পরিবার তৃণমূলের। জাহেদুর তৃণমূল সদস্যার স্বামী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে। আরও কয়েকজনকে গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যে অপরাধী প্রমাণিত হবে তার অবশ্যই শাস্তি হবে। দলে থেকে কোনও অপরাধমূলক কাজ প্রশ্রয় দেওয়া হয় না। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ধোঁয়ারই এলাকায় বিট্টু ক্ষেত্রীর ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয় খড়ের গাদার ভেতরে। পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ আদালতে তোলা হয়। ঘটনায় আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেমতাবাদ থানায় আনা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- কেন্দ্রের বঞ্চনার জেরেই প্রভাব পড়ছে রাজ্যের বাজেটে! পরিসংখ্যান দিয়ে কেন্দ্রকে তোপ চন্দ্রিমার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version