Thursday, July 3, 2025

আন্তর্জাতিক মাদক চক্রের অন্যতম মাথা শেহনাজ সিং পাঞ্জাব পুলিশের জালে

Date:

Share post:

মাদক পাচার সংক্রান্ত সমস্যা দীর্ঘ দিন ধরেই পাঞ্জাব পুলিশের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। বিশেষ করে সীমান্তের ওপার থেকে মাঝে মধ্যেই মাদক পাচারের চেষ্টা হয় বলে অভিযোগ। পাঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ড্রোনের মাধ্যমেও মাদক সীমান্ত পার করানোর চেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে। এবার

আন্তর্জাতিক মাদকচক্রের অন্যতম মাথা শেহনাজ সিংকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই দীর্ঘ দিন ধরে তার খোঁজ চালাচ্ছিল। পাঞ্জাবের তরণতারণ জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। কলম্বিয়া থেকে আমেরিকা এবং কানাডায় মাদকপাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি আমেরিকাতেও শেহনাজ়ের বেশ কয়েক জন সঙ্গী গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছেন পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব। আমেরিকায় ধৃতদের মধ্যে রয়েছেন অমৃতপাল সিং ওরফে অমৃত, তকদির সিং ওরফে রোমি, সরবসিত সিং ওরফে সাবি এবং ফার্নান্ডো ভাল্লাডেরেস ওরফে ফ্র্যাঙ্কো। গত ২৬ ফেব্রুয়ারি তাদের গ্রেফতার করে আমেরিকার তদন্তকারী সংস্থা। ধৃতদের বাড়ি এবং গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০০ কেজি মাদক এবং চারটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমেরিকায় ওই ধরপাকড় শুরুর পরেই শেহনাজ ভারতে পালিয়ে আসেন। গোপন সূত্র মারফত পুলিশ খবর পায়, পাঞ্জাবে আত্মগোপন করে রয়েছেন আন্তর্জাতিক মাদকপাচার চক্রের ওই মাথা। সেই মতো তরণতারণ জেলার পুলিশ বিশেষ অভিযান চালায়। ওই অভিযানেই গ্রেফতার হন শেহনাজ।

আরও জানা গিয়েছে, ২০২৩ সালে পাটিয়ালার রাজপুরায় এক খুনের ঘটনায় নাম জড়িয়েছিল সন্দীপ সিং ও প্রদীপ সিংয়ের।তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতারির আশঙ্কায় সন্দীপ ও প্রদীপ অবৈধভাবে আমেরিকায় পালিয়ে যায়। অবৈধভাবে সেখানেই গেড়েছিল আস্তানা। অপরাধী নাগালের বাইরে বেরিয়ে যাওয়ায় খুনের তদন্তের কোনও কিনারা হয়নি।

আমেরিকায় বসে মোদি-ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পর প্রথম অবৈধ অভিবাসী প্রত্যার্পণ করা হল। এই দফায় ৬৫ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটে, উত্তরপ্রদেশ-গোয়া-মহারাষ্ট্র ও রাজস্থানের ২ জন করে মোট ৮ জন এবং হিমাচল প্রদেশ ও কাশ্মীরের মোট ২ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ অমৃতসর বিমানবন্দরের মাটি ছোঁয় আমেরিকার সি-১৭ সামরিক বিমানটি। প্রশাসনের কাছে খবর ছিল, এই ১১৬ জনের সঙ্গেই রয়েছেন ২০২৩ সালে খুনে অভিযুক্ত দুই ব্যক্তি। বিমান ভারতের মাটিতে নামার পরই গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

 

 

spot_img

Related articles

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...