Sunday, May 4, 2025

জেলাভিত্তিক পর্যটনের প্রচার – প্রসারে উদ্যোগী রাজ্য! চালু হচ্ছে বিশেষ প্যাকেজ 

Date:

রাজ্যের জেলা ভিত্তিক পর্যটনের প্রচার ও প্রসারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। জেলার দর্শনীয় স্থানগুলিকে নিয়ে বিশেষ প্যাকেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন দফতর। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় এই প্যাকেজ চালু হয়েছে। যা মানুষের সাড়াও পেয়েছে। এবার বীরভূমের জন্যও এরকম প্যাকেজ চালু করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে সোমবার একথা জানিয়েেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, ইতিমধ্যে যেমন হুগলী,সুন্দরবন সহ বেশ কয়েকটি জায়গায় প্যাকেজ ট্যুরের ব্যাবস্থা আছে ঠিক তেমনই মুখ্যমন্ত্রী বীরভূমেও এরকম সফরের সূচনা করবেন।

জেলাভিত্তিক পর্যটন প্যাকেজ তৈরি করতে কোন জেলায় কী কী দর্শনীয় স্থান রয়েছে, তার বৈশিষ্ট্য সহ যাবতীয় খুঁটিনাটি বিবরণ সহ প্রত্যেক জেলাকে তা পর্যটন দফতরের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কবিগুরুর শান্তি নিকেতন থেকে শুরু করে তারাপীঠ, সতীপীঠ কহ্কালীতলা, বক্রেশ্বর, ফুল্লরা, মামাভাগ্নে পাহাড়। পর্যটন পিপাসুদের কাছে সোনার খনি বীরভূম। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সেখানে ভিড় জমান। কাজেই বীরভূমের জন্য সরকারি পর্যটন প্যাকেজ তৈরি হলে তা যে সাড়া ফেলে দেবে তা বলার অপেক্ষা রাখেনা।

পর্যটন সূত্রে খবর শুধু বীরভূমই নয় জেলা প্রতি পাঁচটি করে এমন টুর প্যাকেজ তৈরি করতে বলা হয়েছে। টুর প্যাকেজগুলি ভালো করে প্রস্তুত করে সেগুলি সোশাল মিডিয়া, ওয়েবসাইট ও বিভিন্ন পর্যটন মেলায় প্রচার করবে সরকার। বিশেষত, দু রাত তিনদিন, এক রাত দুদিন এরকম ছোট ছোট ট্যুর প্যাকেজের উপর বিশেষ জোর দিতে বলা হয়েছে। পর্যটক স্থানের বিশেষত্বের উপর নির্ভর করে হবে প্যাকেজ।জেলায় ধর্মীয় স্থান, জঙ্গল, নয় চলাচলের ব্যবস্থা, ট্রেকিং, সাফারি এই ধরেনের কী কী আকর্ষণ রয়েছে সেগুলো জায়গা পাবে প্যাকেজে। জেলার মধ্যে আন্তঃসংযোগকারী সমস্ত পর্যটন স্থানের বিস্তারিত রুট ম্যাপ সংযুক্ত করা হবে প্যাকেজে। রাজ্যে পর্যটন বিকাশে এর আগে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকারের পর্যটন বিভাগ। কয়েক মাস আগেই থিম পর্যটনের উপর জোর দেওয়া হয়েছিল। হেরিটেজ ও সাংস্কৃতিক, অ্যাডভেঞ্চার, ইকো, বিচ, রুরাল, ওয়েলনেস এবং মিটিং ইনসেনটিভ কনফারেন্স অ্যান্ড এক্সজিবিশন ট্যুরিজম এরকম ধরনের সাতটি থিম বেছে নেওয়া হয়েছিল। থিম পর্যটন গড়ে তোলার কারণে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান এবং অফবিট ডেস্টিনেশনের সংখ্যা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- তুলে নেওয়া হবে রাস্তার কল! জল অপচয় রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version