Saturday, August 23, 2025

কত ডুপ্লিকেট এপিক কার্ড? জানতে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের ১০ প্রতিনিধি, নিরুত্তর EC

Date:

ভূতুড়ে ভোটার ধরতে জাতীয় নির্বাচন কমিশনের উপরে চাপ বাড়াতে স্মারকলিপি জমা দিল তৃণমূল। মঙ্গলবার ফের তৃণমূলের (TMC) ১০ সদস্যের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভুয়ো ভোটার নিয়ে যে প্রশ্ন তুলেছেন তার কোনও সদুত্তর কমিশনের কাছে নেই।

ভূতুড়ে ভোটার ইস্যুতে চাপ বাড়াতে এদিন সন্ধে ছ-টা নাগাদ দিল্লিতে নির্বাচন কমিশনের (EC) দফতরে তৃণমূলের (TMC) ১০ প্রতিনিধি। দলে ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ-সহ ১০ তৃণমূল সাংসদ। সেখানে গিয়ে তাঁরা দাবি জানান, সঠিক তথ্য পরিসংখ্যান দিয়ে কমিশনকে জানাতে হবে কত ভুয়ো ভোটার রয়েছেন। কমিশন যে জানিয়েছিল ৩ মাসের মধ্যে ভুয়ো ভোটার সংক্রান্ত সমস্যার সমাধান করবে, তা কিসের ভিত্তিতে তারা বলেছিল? এর উত্তরও চায় তৃণমূল কংগ্রেস।

কমিশন থেকে বেরিয়ে কল্যাণ বলেন, নির্বাচন প্রক্রিয়া ঠিক পদ্ধতিতে করতে হবে। সেটা নির্ভর করছে কমিশনের উপর। মানুষের আস্থা হল ভোটার কার্ড ও ভোটার লিস্টে। সেটা ঠিক না থাকলে আস্থা নষ্ট হয়ে যায়। তৃণমূল সাংসদ বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে যে প্রশ্ন তুলেছেন তার কোনও সদুত্তর কমিশনের কাছে নেই। তিন মাসের মধ্যে বলছে সমস্যার সমাধান করবে, অথচ কোথায় কত সংখ্যক ভুয়ো ভোটার কার্ড রয়েছে তার তথ্য জানাতে পারছে না কমিশন। সঠিক সংখ্যাটা আমরা জানতে চাই।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version