Sunday, November 9, 2025

১) বেজে গেল মোহনবাগান ক্লাবে নির্বাচনের দামামা। সদ্য লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। সবুজ-মেরুন। আইএসএল লিগ শিল্ড জয়ের উৎসবের আমেজ পুরোপুরি কাটার আগেই নির্বাচনী দামামা বেজে গেল মোহনবাগান ক্লাবে। নির্বাচন করার পথে আরও একটা ধাপ এগোল শতাব্দীপ্রাচীন ক্লাব।

২) বর্ডা-গাভাস্কর ট্রফিতে লজ্জাজনক হারের পর থেকেই জল্পনা চলছে রোহিত শর্মার অবসর নিয়ে। জল্পনা ছড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির পরই রোহিতের সঙ্গে আলোচনায় বসবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবং অবসর নিতে চলেছেন ভারত অধিনায়ক। আর এই নিয়েই এবার মুখ খুললেন রোহিত । ঠিক ছক্কা মারার মতন অবসরের কথা উড়িয়ে দিলেন হিটম্যান। বললেন, আগামী দিনে দয়া করে কোনও গুজব ছড়াবেন না।

৩) ভুলে যাওয়া যে অভ্যাস, তা মোটামুটি এখন সবাই জানে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় করে ট্রফি ভুলে গিয়েছিলেন। আর এবার ভুলে গেলেন সদ্য জয় করা চ্যাম্পিয়ন্স ট্রফি। এতক্ষণে যে আপনারা বুঝেই গিয়েছেন কার কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ ঠিকই ধরেছেন, এখানে বলা হচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে টিম ইন্ডিয়া। আর সাংবাদিক সম্মেলনে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি নিতেই ভুলে গেলেন রোহিত।

৪) ২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্টের আগে আইপিএল-এর ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

৫) ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলনা পাকিস্তানের কোন প্রতিনিধি। যা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। আর এই নিয়ে এবার মুখ খুলল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

-—

 

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version